সিসকো মোড কনফিগারেশন পদ্ধতি: সিসকো রাউটার এ সাধারণত ৪টি মোড থাকে। আমরা যখন সিসকো রাউটার কনফিগার করব তখন তা চারটি মোড থেকে কনফিগার করতে পারি।
- EXE mode
- Privilege mode
- Global configuration mode
- Interface mode
EXE mode: সিসকো রাউটার সমূহের ইউজার EXE মোড হলো স্বাভাবিক অপারেশন মোড। সিসকো ডিভাইস চালু হওয়ার পর আইওএস লোড হয় এবং EXE মোড এ আসে। EXE মোড এর সিম্বল হলো “>”.
Privilege mode: সিসকো রাউটার সমূহের এডভান্সড অপারেশন মোড হলো Privilege mode। Privilege mode এর সিম্বল হলো “#” আমাদের EXE মোড হতে Privilege Mode এ আসার জন্য EXE Mode en টাইপ করতে হয়।
Global Configuration mode: গ্লোবাল কনফিগারেশন মোড হলো সেই অপারেশন যেখানে কোনো কনফিগারেশন কমান্ড দেওয়া হলে তা পুরো ডিভাইসে কাজ করে। তবে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হলে EXE Mode থেকে প্রিভিলাইজড মোডে যেতে হবে এবং এর পর টাইপ করতে হবে configure terminal। তাহলে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে পারবেন।
Interface mode: সিসকো ডিভাইসের নির্দিষ্ট কোন ইন্টারফেইসকে কনফিগার করার জন্য Interface mode মোডে যেতে হয়। Interface mode যাওয়ার জন্য আমদের Global Config Mode এ যেতে হবে। এর পর টাইপ করতে হবে প্রথমে interface তারপর ইন্টারফেসের নাম যেমন FastEthernet, GigaEthernet, Serial etc। এরপর ইন্টারফেস নাম্বার যেমন 0/0, 0/1, 0/1/1.
এতক্ষনে আমরা রাউটারের বিভিন্ন মোড নিয়ে আলোচনা করলাম। এবার দেখি কিভাবে একটি রাউটারের কোন একটি ইন্টাফেস কনফিগার করতে হয় এবং আইপি অ্যাড্রেস ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা যখন কোন একটি নতুন রাউটার চালু করব তখন ডিফল্ট ভাবে তার প্রত্যেকটি ইন্টারফেস অফ থাকে । এই প্রতিটি ইন্টারফেসকে কনফিগার করে অন করতে হয় । চলুন দেখি কিভাবে একটি রাউটারের ইন্টারফেসকে কনফিগার করতে হয়। আমরা রাউটারের Global Configuration Mode এ যাই। Global Configuration Mode এ যাওয়ার পর আমরা যে ইন্টারফেসটিকে অন করতে চাই সেই ইন্টারফেটিকে সিলেক্ট করি । এবার আমরা যে কমান্ড লাইন এর মাধ্যমে এই ইন্টারফেসটিতে আইপি অ্যাড্রেস কনফিগার করব তা হল Router(config-if)#ip address 192.168.30.1 255.255.255.0 । এখানে Ip address কমান্ডএর পরে রয়েছে আইপি অ্ড্রেস এবং এর পরে রয়েছে সানেট মাক্স । এবার no shut ( Router(config-if)#no shut ) কমান্ড এর মাধ্যমে রাউটার এর ইন্টারফেসটিকে আপ করি।
আমরা একটি Router 1 নামের একটি রাউটার নিলাম। যার দুটি ইথারনেট ইন্টারফেস Fa 0/0 ও Fa 0/1 রয়েছে । আমরা প্রথমে ইন্টাফেস Fa 0/1 কে কনফিগার করব । নিচে তার কমানসমুহ দেওয়া হল।
Router#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#interface fastEthernet 0/0
Router(config-if)#ip address 192.168.1.1 255.255.255.0
Router(config-if)#no shut
আমরা উপরের চিত্রটিতে লক্ষ করি, যখন কোন রাউটারের ইনটারফেস ডাউন থাকে তখন সেটা লাল হয়ে থাকে আর যেই ইনটারফেস আপ থাকে সেটা গ্রিন থাকে। আপনি যখন এভাবে কমান্ড লিখবেন তখন দেখবেন ঐ ই্ন্টাফেসটি গ্রিন হয়ে যাবে। একটি বিষয় বলে রাখি যে রাউটারের কোন ইন্টারফেসকে অন করার জন্য ঐ ইন্টফেসটিকে সিলেক্ট করে যাষ্ট no shut কমান্ডটি ব্যবহার করলে ঐ ইন্টাফেসটি অন হবে তার জন্য ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন পরে না । কিন্তু ডাটা প্যাকেট রাউটিং এর জন্য অবশ্যই আইপি অ্যাড্রেস এর প্রয়োজন। এবার আমরা ইন্টারফেস Fa 0/1 কনফিগার করব । নিচে তার কমান্ড লাইন দেওয়া হল ।
Router>enRouter#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#int
Router(config)#interface fa
Router(config)#interface fastEthernet 0/1
Router(config-if)#ip add
Router(config-if)#ip address 192.168.2.1 255.255.255.0
Router(config-if)#no shut
এবার যদি আমরা পিসিতে আইপি অ্যাড্রেস কনফিগার করি তাহলে সহজে এই দুটি কমপিউটারের সাথে যোগাযোগ করতে পারবে । এভাবে রাউটারের ইনটারফেস সমুহকে কনফিগার করা হয় ।
উল্লেখযে এখানে যে সকল ইমেজ এবং কনফিগারেশন দেখানো হয়েছে তা Cisco Packet Thacher সফটওয়্যার ব্যবহার করে করা হয়েছে
No comments:
Post a Comment