Showing posts with label MikroTik. Show all posts
Showing posts with label MikroTik. Show all posts

Saturday, May 11, 2019

মাইক্রোটিক রাউটারের কনফিগারেশন ব্যাকআপ এবং রিস্টোর প্রসেস

রাউটার এর কনফিগারেশন ফাইলগুলো Backup নেওয়টা প্রয়োজনীয়। কোন কারনে যদি আমাদের রাউটারটা ফেইল হয়ে যায় অথবা কেউ যদি আমাদের রাউটারের কনফিগারেশন সমুহ ডিলিট করে দেয় বা রাউটার ম্যাল ফাংশন করা শুরু করে তাহলে ব্যাকআপ করা ফাইল খুব সহজেই রিস্টোর করে আমরা আমাদের আগের কনফিগার সমুহ ফিরে পেতে পারি। আমাদের নেটওয়ার্ক এর নিরাপত্তার জন্য, নেটওয়ার্ক এর ডাউনটাইম কমানের জন্য আমরা প্রতিনিয়ত রাউটারের কনফিগারেশন সমুহের ব্যকআপ নিয়ে রাখা জরুরি।

ব্যাকআপ করার প্রয়োজনিয়তা

যদি কোন করণে আপনার রাউটারটি নষ্ট হয় আর যদি আপনার কাছে এই নষ্ট হওয়া রাউটারের ব্যাকআপ ফাইল থাকে তাহলে একটি নতুন MikroTik রাউটার কিনে সেই ব্যাকআপ ফাইলটি Upload এবং Restore করে কোনও ঝামেলা ছাড়াই আপনার রানিং নেটওয়ার্ক পাবেন। দুর্ভাগ্যবশত আপনি যদি আপনার মাইক্রোটিক রাউটারের অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ড ভুলে যান তখন তার রিকোভারি করার জন্য ব্যাকআপ ফাইলটি দরকার হবে।

রাউটারের কনফিগারেশন সমুহ ব্যাকআপ নেওয়া পদ্ধতি

Winbox এর মাধ্যমে কিভাবে মাইক্রোটিক রাউটারের কনফিগারেশন সমুহ ব্যাকআপ নিতে হয় একানে আমরা সেটাই দেখব। প্রথমে আমরা winbox এর মাধ্যমে মাইক্রোটিক রাউটরে লগিন করব।

STEP-1: মেনু থেকে File এ ক্লিক করুন। মেনু থেকে File এ ক্লিক করলে আমরা File List নামের একটি নতুন উইন্ডো দেখতে পাব। MikroTik রাউটারের ভিতরে কি কি ফাইল রয়েছে তা আমরা এখন থেকে দেখতে পাব। এখান থেকে আমরা চাইল এখান থেকে যে কোন ফাইলকে কপি করে নিতে পারব এবং আপলোডও করতে পারব।



STEP-2: File list এ উপরের দিকে Backup নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব। Backup এ ক্লিক করলে আমারা Backup নামের একটি নতুন ইউন্ডো দেখতে পাব।

STEP-3: এখানে Name এর জায়গায় আমরা ব্যাকআপ ফাইলটির যে নাম দিতে চাই সেটি দিয়ে দিব এবং Password এর জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দিব এরপর Backup এ ক্লিক করব। যখন আমরা Backup এ ক্লিক করব তখনই File list এ আমাদের দেওয়া নামের একটি ব্যাকআপ ফাইল তৈরি হবে।

“এখানে যদি আমরা Name এবং Password এর জায়গায় কোন ইনফরমেশন না দেই তাহলে পাসওয়ার্ড ছাড়াই রানডম নামের একটি ব্যাকআপ ফাইল তৈরি হবে। আর যদি আমরা Name এবং Password দিয়ে দিই তাহলে পাসওয়ার্ড প্রোটেকটেড সেই নামের একটি ব্যাকআপ ফাইল তৈরি হবে।”

STEP-4: এর পর ফাইলটিকে সিলেক্ট করে ডাগ করে ডেক্সটপে নিয়ে ছেড়ে দিলে ফাইলটি কপি হয়ে ডেক্সটপে চলে যাবে। তাছাড়াও ফাইলটি সিলেক্ট করে আমরা File list উইন্ডোর উপরের দিকে একটি কপি আইকন দেখতে পাব সেখানে ক্লিক করলেই আমাদের ফাইলটি কপি হয়ে যাবে এবার ফাইলটি যেখানে পেষ্ট করতে চাই সেখানে পেষ্ট করলেই ফাইলটি কপি হবে।


এভাবেই আমরা মাইক্রোটিক রাউটারের কনফিগার সমুহকে ব্যাকআপ নিতে পারি।

ব্যাকআপ ফাইল রিস্টোর প্রসেস

এতক্ষন আমরা দেখলাম কিভাবে মাইক্রোটিক রাউটারের কনফিগার সমুকে ব্যাকআপ করতে হয়। এবার আমরা দেখব এই ব্যাকআপ ফাইলটিকে কিভাবে রিস্টোর করতে হয়। ধরুন কোন করনে আমাদের মাইক্রোটি রাউটারটি ফেইল হয়ে গিয়েছে এবং আমাদের মাইক্রোটিক রাউটারটি আর অন হচ্ছেনা। আমরা বাজার থেকে একটি নতুন মাইক্রোটিক রাউটার নিয়ে আসলাম। একটি নতুন রাউটার একদম ফ্রেশ সেখানে কোন ধরনের কনফিগার করা নেই।

স্বাভাবিক ভাবেই আমাদের নেটওয়ার্কটিকে রান করানোর জন্য আমাদের এই নতুন মাইক্রোটিক রাউটারটিক নতুন করে কনফিগার করতে হবে! কিন্তু আমাদের কাছে যেহেতু আগের রাউটারটির সকল কনফিগার সমুহ এর ব্যাকআপ নেওয়া আছে সেই ব্যাকআপ ফাইলটি রিস্টোর করে আমরা আগের নেটওয়ার্কটি সম্পূর্ণ রানিং অবস্থায় ফিরে পেতে পারি।

STEP-1: ব্যাকআপ ফাইলিটি রিস্টোর করার জন্য আমরা প্রথমে Winbox এর মাধ্যমে মাইক্রোটিক রাউটারে লগিন করাব তার পর মেনু থেকে File এ ক্লিক করব তাহলে আমাদের সামনে File list নামের একটি নতুন উইন্ডো আসবে।

এবার আমাদের যে ব্যাকআপ ফাইলটি রয়েছে সেটিকে ড্রাগ করে নিয়ে File list এর উপর ছেড়ে দিই। তাহলে দেখতে পাব ব্যাকআপ ফাইলটি File list এ চলে এসেছে। আমরা আরো এক ভাবে এই ফাইলটি এখানে নিয়ে আসতে পারি। তার জন্য আমরা ব্যাকআপ ফাইলটি কপি করব এবং এই File List এই উপরের দিকে একটি পেষ্ট আইকন দেখতে পাব। সেখানে ক্লিক করলেই আমাদের ব্যাকআপ ফাইলটি File list এ চলে আসবে।


STEP-2: এর পর ব্যাকআপ ফাইলটির উপরে মাউস ক্লিক করে ফাইলটি সিলেক্ট করি তার পর উপরের দিকে Restore নামের একটি অপশন দেখতে পাব সেখানে ক্লিক করি। Restore এ ক্লিক করলে আমাদের সামনে Restore নামের একটি নতুন উইন্ডো আসবে।


এখানে Pssword এর জায়গায় আমরা ব্যাকআপ ফাইলটির যে পাসওয়ার্ড দিয়েছিলাম তা দিয়ে Restore এ ক্লিক করি। Restore এ ক্লিক করলে কনফারমেশন এর জন্য আমাদের সমেনে একটি নটিফিকেশন আসবে। সেখানে Yes করি তাহলে আমাদের MikroTik Router টা রিবুট নিবে। এর পর সেটিতে লগিন করলে আমরা দেখতি পাব আগের রাউটারের সকল কনফিগারেশন ফিরে এসেছে।

এভাবেই মাইক্রোটিক রাউরে ব্যাকআপ এবং রিস্টোর করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

Sunday, April 28, 2019

মাইক্রোটিক রাউটারে ইউজার তৈরি


আজকে আমারা মাইক্রোটিক এর একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হল, মাইক্রোটিক রাউটারে কিভবে একটি ইউজার তৈরি করতে হয় এবং মাইক্রোটিক রাউটারে কত ধরনের ইউজার তৈরি করা যায়।

আমরা জানি মাইক্রোটিকে ডিফল্ট যে ইউজার থাকে তা হল admin এবং এই ইউজার দিয়ে আমরা মাইক্রোটিকে সব ধরণের কনফিগার করতে পারি। এই admin ইউজারে কোন পাসওয়ার্ড দেওয়া থাকে না। আমরা চাইলে খুব সহজেই এই ইউজারে পাসওয়ার্ড দিতে পারি।
মাই্ক্রোটিক রাউটারে আমরা তিন ধরনের ইউজার তৈরি করতে পারি যথা:
  1. Read user
  2. Write user
  3. Full user

Read user

মাইক্রোটিক রাউটাররে্ ঐ সকল ইউজারকে read user বলা হয়, যে সকল ইউজার শুধুমাত্র মাইক্রোটিক রাউটারে যে সকল কনফিগার সমুহ রয়েছে সেগুলি পড়তে পারে বা দেখতে পারে। read user রা কোন ধরনের কনফিগার করতে পারে না তারা শুধুমাত্র কনফিগারসমুহকে দেখতে পারে।

কেন “Read” ইউজার তৈরি করব

মাইক্রোটিক রাউটার ঠিকমত কাজ করতেছে কিনা, কোন ইউজারের কোন সমস্য হচ্ছে কিনা, সকল লিংকসমুহ ঠিকমত কাজ করতেছে কিনা এসকল বিষয়সমুহ দেখাশুনার জন্য আমরা একটি read user তৈরি করতে পারি। এই read user শুধুমাত্র মাইক্রোটি রাউটারে লগিন করে এই কনফিগার সমুহ দেখতে পারবে যে রাউটাটি ঠিকমত কাজ করতেছে কিনা। কোন নতুন ইউজারের জন্যেও read user উপযুক্ত। যাতে করে সে মাইক্রোটিক রাউটারে লগিন করতে পারলেও কোনধরনের কনফিগার বা কোন কনফিগাার ডিলিট করতে পারবে না।

Read ইউজার তৈরি করার নিয়ম

মাইক্রোটিক রাউটারে “read” ইউজার তৈরি করার জন্য আমরা Winbox দিয়ে মাইক্রোটিক রাউটারে লগিন করব। এর পর system থেকে যাব users এ।


আমরা যখন system>users এ ক্লিক করব তখন আমাদের সমানে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে যে প্লাস আইকনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন।


প্লাস আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে আমরা Name এর জায়গার ইউজারের যে নাম দিতে চাই তা টাইপ করে দিব। এরপর Group: এর জায়গার আমরা read সিলেক্ট করে দিব এবং Password এর জায়গায় আমরা চাইলে Password দিয়ে দিতে পারি। এরপর Apply দিয়ে Ok করব। তাহলে আমাদের read user তৈরি হয়ে গেল।

Write user

Write user রা মাইক্রোটিক রাউটার এর সকল কনফিগারসমুহ দেখতে পারে সেই সাথে সেই কনফিগারও করতে পারে। write user মাইক্রোটিক রাউটারে কনফিগারেশন করতে পারলেও সে সকল ধরণের কনফিগার করতে পারে না। তার কাছে Full Access থাকে না।

কেন “Write” ইউজার তৈরি করব

Write user আমরা তখনই তৈরি করব যখন কোন ইউজারকে আমরা মাই্ক্রোটিক রাউটার কনফিগার করার পারমিশন দিলেও তাকে মাই্ক্রোটিক রাউটার এর Full পারমিশন দিব না। এই সকল ইউজার সাধারণত প্রায় সকল ধরণের কনফিগার করতে পারে। তবে এমন কিছু কনফিগার রয়েছে যা Write ইউজারা করতে পারে না।

Write User তৈরি করার নিয়ম

Write user তৈরি করার জন্য আমরা পূর্বের মত মাইক্রোটিক রাউরে Winbox দিয়ে লগিন করব। তারপর System থেকে যাব users এ। Users এ ক্লিক করলে আমাদের সমনে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে।


এখান থেকে আমরা প্লাস “+” আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে আমরা Name এর জায়গার ইউজারের যে নাম দিতে চাই তা টাইপ করে দিব। এরপর Group: এর জায়গার আমরা write সিলেক্ট করে দিব এবং Password এর জায়গায় আমরা চাইলে Password দিয়ে দিতে পারি। এরপর Apply দিয়ে Ok করব। তাহলে আমাদের write user তৈরি হয়ে গেল।


Full User

মাইক্রোটিক রাউটারের Full user হল এমন একটি ইউজার যে মাইক্রোটিক রাউটারের সকল ধরনের কনফিগার করতে পারে এবং এই কনফিগার সমুহ পড়তেও পারে। তার কাছে মাইক্রোটিক রাউটার এর ফুল কন্টোল থাকে।

কেন “Full” ইউজার তৈরি করব

মাইক্রোটিক রাউটারে read এবং wite ইউজার দিয়ে সকল ধরনের কনফিগার করা যায় না। মাইক্রোটিক রাউটারের যখন সকল ধরনের কনফিগারেশন এর প্রয়োজন হয় বা MikroTik রাউটার এর ফুল অ্যাকসেস এর প্রয়োজন হয় তখন আমরা Full User তৈরি করে থাকি। MikroTik রাউটারে ডিফল্ট ভাবে যে admin ইউজার থকে সেটিও একটি Full user।

কেন “Full” ইউজার তৈরি করব

Full user তৈরি করার জন্য আমরা পূর্বের মত মাইক্রোটিক রাউরে Winbox দিয়ে লগিন করব। তারপর System থেকে যাব users এ। Users এ ক্লিক করলে আমাদের সমনে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে।

এখান থেকে আমরা প্লাস “+” আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে আমরা Name এর জায়গার ইউজারের যে নাম দিতে চাই তা টাইপ করে দিব। এরপর Group: এর জায়গার আমরা full সিলেক্ট করে দিব এবং Password এর জায়গায় আমরা চাইলে Password দিয়ে দিতে পারি। এরপর Apply দিয়ে Ok করব। তাহলে আমাদের full user তৈরি হয়ে গেল।



এভাবে আমরা খুব সহজেই মাইক্রোটিক রাউটারে ইউজার তৈরি করতে পারি। কিভাবে এই ইউজার তৈরি করতে হয় তা আপনারা নিচের ভিডিও এর সাহায্যে খূব সহজেই বুঝতে পারবেন।

Wednesday, April 24, 2019

মাইক্রোটিক রাউটারে LAN এবং WAN কনফিগারেশন

আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মাইক্রোটিক এর WAN এবং LAN কিভাবে কনফিগারেশন করতে সেই সকল বিষয়। প্রথমে আমরা একটু বুঝার চেষ্টা করি এখানে WAN এবং LAN দ্বারা কি বুঝানো হয়েছে। ধরুন আমাদে একটি ছোটখাটো অরগানাইজেশন রয়েছে এবং সেখানে কিছু কম্পিউটার, মোবাইল রয়েছে। এই কম্পিউটার এবং মোবাইল সমুহকে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য একটি লোকাল ISP এর কাছে থেকে একটি কানেকশন নিলাম। সেই সাথে এই অফিসের সকল কম্পিউটার এবং মোবাইল এর নেটওয়ার্ককে ম্যানেজমেন্ট করার জন্য একটি মাইক্রোটিক রাউটার কেনা হয়েছে। এখানে ISP থেকে যে কানেকশনটা নিয়েছি সেটাই হবে আমাদের WAN সাইট এবং আমাদের লোকালি অর্থাৎ আমাদের অফিসের যে নেটওয়ার্কটি রয়েছে সেটি হবে LAN সাইট। এখন এই মাইক্রোটিকটি কিভাবে কনফিগারেশন করব সেই বিষয়টি এখানে আলোচনা করা হবে।

যখন আমরা কোন ISP এর কাছে থেকে কোন কানেকশন নিব তখন তারা কিছু ইনফরমেশন প্রভাইড করবে। ISP যারা রয়েছে তারা আমাদের এই কানেকশন বিভিন্নভাবে দিতে পারে তারা IP Address, Subnetmask, DNS Address, Default Getway অথবা শুধু মাত্র একটি Username এবং Password এর মাধ্যমে আমাদের এই কানেকশনটি দিতে পারে। এখানে ISP আমাকে যে সকল ইনফরমেশন প্রভাইড করেছে তা হল
  • Address: 192.168.0.207/24
  • Subnet Mask: 255.255.255.0
  • Default Gateway: 192.168.0.1
  • DNS Servers: 192.168.3.1
আমরা WAN কনফিগারেশন এর জন্য এই সকল ইনফরমেশন ব্যবহার করব। ISP এর কানেকশনটি সরাসরি এসে আামাদের রাউটার এর ইথারপোর্ট “ether 1” এ লেগেছে। এবং আমাদের LAN এর ক্যাবলটি লেগেছে "ether 2" তে। ehter 2 এর মাধ্যমে আমাদের অফিসের সকল হোস্ট সমুহ ইন্টারনেট কানেকশন পেয়ে থাকবে। আমরা LAN বা লোকাল নেটওয়ার্ক এর জন্য যে নেটওয়ার্কটি ব্যবহার করব তা হল।
  • IP Address: 192.168.20.0/24
  • Subnetmask: 255.255.255.0
Wan Configuration: প্রথমে আমরা "Winbox" এর মাধ্যমে আমাদের মাইক্রোটিকটিতে লগিন করি। লগিন করার পর আমরা প্রথমে যাব IP থেকে Address এ (IP>Addrsss).


IP থেকে Address এ ক্লিক করার পর আমাদের সামনে নিচের চিত্রের মত একটি নতুন উইন্ডো আসবে সেখান থেকে “+” আইকনটিতে ক্লিক করি তাহলে আমাদের সামনে New Address নামের একটি নতুন উইন্ডো আসবে। এখানে Address এর জায়গায় ISP আমাদের যে আইপি অ্যড্রেসটি দিয়েছিল সেটি দিব ।

আমাদের আইপি অ্যাড্রেসটি হল 192.168.0.207/24 এবং ISP এর লাইন আমাদের মাইক্রোটিক এর যে পোর্ট এর সাথে কানেকডেট তা Interface থেকে সিলেক্ট করে দিব। আমাদের এখানে যেহেতু ether1 এর সাথে কানেকটেড তাই এখানে ether1 সিলেক্ট করে দিলাম। তারপর Apply দিয়ে OK Press করতে হবে।



আমরা চাইলে কমান্ড মোডে থেকেও এই কনফিার করতে পারি সেজন্য আমাদের Terminal থেকে এই কোডটি টাইপ করতে হবে। “[admin@MikroTik] > ip address add address=192.168.0.207/24 interface=ether1 disabled=no”

Lan Configuration: এর পর আমরা আবার “+” এ ক্লিক করব আমাদের LAN এর অ্যাড্রেসটি দেওয়ার জন্য। আমাদের LAN এর অ্যাড্রেসটি হল 192.168.20.1/24 এবং তা ether2 এর সাথে কানেকটেড তাই আমরা Interface থেকে ether2 সিলেক্ট করে দিব। তারপর Apply করে Ok press করব।

কমান্ড মোড “[admin@MikroTik] > ip address add address=192.168.20.0/24 interface=ether2 disabled=no”

DNS Configuration: এর পর আমাদের DNS কনফিগার করতে হবে। DNS কনফিগার করার জন্য আমরা IP থেকে DNS ক্লিক করব।


IP>DNS এ ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে। এখানে Server এ ISP আমাদে যে DNS Address (192.168.3.1) টা দিয়েছে তা দিয়ে দিব। এবং সেই সাথে পাশে আমরা একটি Arrow আইকন দেখতে পাব সেখানে ক্লিক করলে নিচের দিকে আরো একটি ঘর বৃদ্ধি পারে সখানে Google এর যে Public DNS Address (8.8.8.8/8.8.4.4) রয়েছে তা দিয়ে দিব। তারপর Apply দিয়ে Ok করব।

কমান্ড লাইন কোড “[admin@MikroTik] > ip dns set servers=192.168.3.1”

Gateway configuration: এর পর আমরা যাব IP থেকে Routes এ ।


IP>Routes এ ক্লিক করার পর আমাদের সামনে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা “+” এ ক্লিক করব। Getway তে ISP আমাদেরে যে Default Gateway Address (192.168.0.1) দিয়েছে তা দিয়ে Apply করে Ok করব। যদি আমাদের কানেকশনটি ঠিক থাকলে তা reachable দেখাবে।

কমান্ড মোড কোড admin@MikroTik] >  ip route add gateway=192.168.0.1

NAT configuration: এখন আমাদের NAT কনফিগার করতে হবে। নাট কনিফিগার করার জন্য আমাদের IP থেকে Firewall এ যেতে হবে।

IP>Firewall এ যাওয়ার পর আমাদের সামনে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে সেখান থেকে NAT এ গিয়ে “+” এ ক্লিক করি। তারপর আমাদের সামনে New NAT Rule নামের একটি উইন্ডো আসবে। সেখানে General এ গিয়ে Chain: হবে ‍srcnst, Src. Address হবে LAN এর নেটওয়ার্ক (192.168.20.0/24) এবং Out. Interface হবে আমাদের WAN (ether1) এর ইন্টারফেস ।


এর পর যাব Action টাব এ Action সিলেক্ট করে দিব masquerade, তারপর Apply দিয়ে Ok করব।


কমান্ডমোডে ফায়ারওয়াল কনফিগার করার জন্য  টারমিণলে এই কোডটি ব্যবহার করা হয়। [admin@MikroTik] > ip firewall nat add chain=srcnat src-address=192.168.20.0/24 out-interface=ether1 action=masquerade.


এভাবে মাইক্রোটিক এ WAN এবং LAN কনফিগার করা হয়। এখন যদি আমাদের LAN এর কোন হোস্ট পিসিকে LAN এর কোন 192.168.20.0/24 এর কোন একটি আইপি অ্যাড্রেস বসাই তাহলে খুব সহজেই সে ইন্টারনেট অ্যাকসেস করতে পারবে।

Monday, April 22, 2019

ভার্চুয়ালবক্সে মাইক্রোটিক রাউটার ইনস্টল করার পদ্ধতি

আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, ভার্চুয়াল বক্স এর মধ্যে কিভাবে আমরা MikroTik Router OS কে ইন্সটল করতে পারি। তার জন্য আমাদের প্রথমে ভার্চুয়াল বক্সে একটি নতুন মেশিন ক্রিয়েট করতে হবে। ভার্চুয়াল বক্সে কিভাবে নতুন মেশিন ক্রিয়েট করতে হয় তা জনার জন্য এখানে ক্লিক করুন।

ভার্চুয়াল বক্সে নতুন একটি মেশিন ক্রিয়েট করার পর আমাদের যে কাজটি করতে হবে তা হল। আমাদের MikroTik Router OS টা ডাউনলোড করে নিতে হবে। এটি ডাউনলোড করার জন্য Downloads এ ক্লিক করুন।

আমরা MikroTik Router OS ইন্সটল করার জন্য প্রথমে VirtualBox Software টি ওপেন করি এবং যে নতুন মেশিনট ক্রিয়েট করেছিলাম MikroTik Router OS ইন্সটল করার জন্য সেটিকে সিলেক্ট করি। Settings এ ক্লিক করি।


Settings ‍এ ক্লিক করার পর আমাদের সামনে নিচের উইন্ডোর মত একটি উইন্ডো ওপেন হবে। এখানে লেফট সাইটে যে মেনু সমুহ দেখতে পাব সেখান থেকে System সিলেক্ট করব। সিস্টেম এ ক্লিক করলে আমার ডানদিকে Motherboard, Processor and Acceleration সমৃদ্ধ তিনটি টাব দেখতে পাব সেখান থেকে আমরা Motherboard tab টা সিলেক্ট করব। Motherboard Tab টা সিলেক্ট করে আমরা Boot Order: থেকে Optical কে রাখব প্রথমে এবং Hard Disk কে রাখবে সেকেন্ডে।

এর পর আমার যাব Storage Option এ। এখানে আমরা Empty নামের একটি Optical Drive দেখতে পাব সেটিকে সিলেক্ট করলে ডানদিকে “IDE Secondary Master” এর পাশৈ একটি Optical Disk Icon দেখতে পাব সেটিকে ক্লিক করলে Choose Virtual Optical Disk File নামে একটি অপশন দেখতে পাব সেটিতে ক্লিক করে আমরা MikroTik Router OS টা সিলেক্ট করে দিব। তার পর OK প্রেস করব।


এর পর আমরা Start Icon থেকে মেশিনটিকে Start করব।


মেশিনটিকে Start করলে আমাদের সমানে নিচের চিত্রের মত একটি উইন্ডো ওপেন হবে। এখানে MikroTik Router OS এ যতগিুল প্যাকেজ রয়েছে সবগুলি আপনি দেখতে পাবেন। অপনি চাইলে এখান থেকে MikroTik Router Os এর মধ্যে যত গুলি পাকেজ রয়েছে আপনি সবগুলি ইন্সটল করতে পারেন আবার আপনার ইচ্ছামত যেকোন একটি প্যাকেজ ইন্সটল করতে পারেন।


এখান থেকে সবগুলি পাকেজ সিলেকটি করার জন্য a press করতে হবে । আর যদি এখান থেকে কিছু ফাইল সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে Arrow Key এর মাধ্যমে আমরা সিলেকশনকে মুভ করতে পারি। এবং যে প্যাকেজটিকে সিলেক্ট করতে চাই সেটিকে পয়েন্ট করে Keyboard থেকে Spacebar এ ক্লিক করি তাহলে সেটি সিলেক্ট হবে। এভাবে আমরা আমাদের ইচ্ছামত যে কোন প্যাকেজটিকে সিলেক্ট করতে পারি।

এরপর ইন্সটল করার জন্য Keybord থেকে i press করি। যখন আপরি I press করবেন অপনার কাছে তখন conformation চাইবে এখন y press করুন এবং Continue করার জন্য আবার y press করুন । এবার ইন্সটলেশন শুরু হয়ে যাবে । এটি ইন্সটল হতে সর্বচ্চো এক মিনিট সময় লাগতে পারে । এর পর Enter প্রেস করুন ।

এবার আপনার পিসিটি পুনরায় Restart নিতে চাইবে। আপনি এটিকে Close এ ক্লিক করুন এবং Power Off  the machine সিলেক্ট করুন এবং Ok তে ক্লিক করুন। তাহলে আপনার এই মেশিনটি অফ হয়ে যাবে।

এটিকে পুনরায় Start করার পূর্বে এর Settings থেকে System এ গিয়ে Boot Order থেকে Hard Disk কে প্রথমে রাখবেন এর পর OK press করুন।


এবার মেশিনটিকে রান করুন তাহল আপনার সামনে নিচের উইন্ডোর মত একটি Login উইন্ডো আসবে। MikroTik এ Default ভাবে Username থাকে admin এবং কোন password দেওয়া থাক না। এখান আপনি admin দিয়ে সহজেই লগিন করতে পারবেন।


এভাবে আমরা খুব সহজেই VirtualBox এর মধ্যে MikroTik Router OS কে ইন্সটল করে নিতে পারি। এবং এর সাহায্যে খুব সহজেই মাইক্রোটিক এর কাজ সমুহ শিখতে পারি।

ভার্চুয়াল বক্সে, একটি নতুন ভার্চুয়াল মেশিন কিভাবে তৈরি করবেন

আমাদের আজকের বিষয় হচ্ছে, VirtualBox কিভাবে একটি নতুন মেশিন ক্রিয়েট করতে হয় । আমরা সাধারণ লার্নিং পারপাসের জন্য VirtualBox, VMware, HyperV এই সফটওয়্যার সমুহ ব্যবহার করে থাকি। যদিও VirtualBox, VMware, HyperV সফটওয়্যার সমুহ Virtualization টেকনোজলির জন্য ব্যবহার করা হয়।

VirtualBox এ একটি নতুন মেশিন ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের VirtualBox সফটওয়্যারটি ওপেন করতে হবে। যদি এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করা না থাকে সেক্ষেত্রে এই সফটওয়্যারটি আপনার কম্পিউটাররে ইন্সটল করে নিতে হবে। কিভাবে VirtualBox Install করতে হয় তা জানতে এখানে ক্লিক করুন.


আপনারা যখন VirtualBox সফটওয়্যারটি ওপেন করবেন তখন আপনারদের সামনে উপরের চিত্রের মত একটি উইন্ডো আসবে। এখনে New নামের একটি আইকন দেখতে পাবেন। এখান থেকে আমারা নতুন মেশিন ক্রিয়েট করতে পারব। এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভবে একটি নতুন মেশিন ক্রিয়েট করতে হয়।

Step 01: নতুন একটি মেশিন ক্রিয়েট করার জন্য আমরা New তে ক্লিক করি। যখন আমরা New তে ক্লিক করব তখন নিচের চিত্রের মত একটি উইন্ডো দেখতে পাব। এখানে আমরা একটি “Name” অপশন দেখতে পাচ্ছি। আমরা আমাদের মেশিনের যে নাম দিতে চাই সেটা এখানে টাইপ করে দিব।


আমরা যে অপারেটিং সিস্টেমটি ইন্সটল দেওয়ার জন্য মেশিন ক্রিয়েট করব এখানে সেই নাম দিব। তবে অন্য কোন নাম দিলেও কোন সমস্য হবে না। আমি এখানে (MikroTik-Client) নাম দিলাম।  এখানে একটি বিষয় হল, ডিফল্টভাবে এই মেশিনটি C Drive ইন্সটল হয়। যদি কারো C Drive এ যথেষ্ঠ জায়গা না থাকে তাহলে আমরা চাইলে এই লোকেশন চেঞ্জ করে দিতে পারি। তার জন্য Machine Folder থেকে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা Next এ ক্লিক করব।

Step 02: এর পর আমাদের সামনে Memory size নামের একটি উইন্ডো আসবে যা নিচের চিত্রের মত। এখান থেকে আমরা আমাদের মেশিনটির জন্য প্রয়োজনিয় পরিমান Memory size নির্ধারণ করে দিতে পারি। এই মেমোরি হচ্ছে RAM। তারপর আমরা Next এ ক্লিক করব।


Step 03: এরপর আমাদের সামনে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে সেখান থেকে আমরা মার্কিং করা মাঝের অপশনটি (Create a virtual hard disk now) এখানে ক্লিক করব। তারপর Next এ ক্লিক করব।

Step 04: Next এ ক্লিক করার পর আমাদের সামনে নিচের চিত্রের মত “Hard disk file type” নামের একটি উইন্ডো আসবে। আমরা যখন একটি মেশিন ক্রিয়েট করি তখন VirtualBox তার জন্য একটি ফাইল তৈরি করে। VirtualBox সাধারণত তিন ধরণের ফাইল তৈরি করে থাকে। আমরা কোন ধরনের ফাইল নিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি উপরের (VDI) ফাইল টাইপ সিলেক্ট করে দিলোম আপনি চাইলে অন্যটাও দিতে পারেন। তারপর আমরা Next এ ক্লিক করব।


Step 05: এখন আমরা যে উইন্ডোটি দেখতে পাব তাহল (Storage on physical hard disk) আমরা জানি প্রতিটি OS Install হওয়ার জন্য একটি সেকেন্ডারি স্টোরেজ প্রয়োজন হয়, যাকে আমারা সধারণ hard disk বলে থাকি। এই স্টোরেজটি আমরা কিভাবে বরাদ্দ বা নির্ধারন করে দিব তা সিলেক্ট করে দিতে হবে। এটা আমরা দুই ভাবে করে দিতে পারি Dynamically or Fixed size এটা আমরা Dynamically করে দিব। তারপর Next এ ক্লিক করব।


Step 06: এবার আমাদের সামেনে নিচের চিত্রের মত (File location & size) নামের একটি উইন্ডো আসবে। এখান থেকেও আমরা চাইলে লোকেশনটি চেঞ্জ করে দিতে পারি এবং স্টোরেজ এর পরিমান নির্ধরন করে দিতে পারি। আমরা চাইলে পরবর্তিতে এই সমস্থ সেটিং আবারও চেঞ্জে করে দিতে পারব। তার পর আমরা Create এ ক্লিক করব।


Step 08: আমরা যখন Create এ ক্লিক করব তখন আমাদের মেশিনটি ক্রিয়েট হবে। VirtualBox এ আমারা যে নামের মেশিন ক্রিয়েট করেছিলাম সেই মেশিনটি এখানে দেখতে পাব। আমি এখান যে মেশিনটি ক্রিয়েট করলাম তার নাম দিয়েছেলাম “MikroTik-Client” । আপনার নিচের চিত্রে দেখতে পাচ্ছেন এখানে “MikroTik-Client” নামের একটি মেশিন ক্রিয়েট হয়েছে।



 এভবেই VirtualBox এর ভিতরে একটি নতুন মেশিন ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে VirtualBox একটি নতুন মেশিন ক্রিয়েট করতে হয়।

মাইক্রোটিক কি? মাইক্রোটিক রাউটার সম্পর্কে বিস্তারিত জানুন

মাইক্রোটিক কি?

আমরা সচরাচর যে ভুলটি করে থাকি তা হলে মাইক্রোটিক বলতে মাইক্রোটিক রাউটারকে বুঝিয়ে থাকি। মাইক্রোটিক এবং মাইক্রোটিক রাউটার দুটি আলাদা একটি বিষয়। মাইক্রোটিক কোন রাউটার না একটি একটি কোম্পানির নাম। যারা সাধারণত নেটওয়ার্কিং প্রোডাক্ট তৈরি করে থাকে। এটি একটি লাটভিয়ান কোম্পানি যা লাটভিয়ার রিগা শহরে অবস্থিত। 1996 সাল থেকে এই কোম্পানি তাদের যাত্রা শুরু করে। মাইক্রোটিক কোম্পানি সবচেয়ে বেশি জনপ্রিয় পাওয়ার কারণ হল তাদের রাউটর এর কারণে। তাদের রাউটর গুলি দাম কম এবং খুব ভালমানের হওয়ার কারণে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

মাইক্রোটিক রাউটার

মাইক্রোটিক রাউটার হল মাইক্রোটিক কোম্পানি কৃতক তৈরিকৃত একটি রাউটার। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি রাউটার হল মাইক্রোটিক রাউটার. এটি এত জনপ্রিয় হওয়ার করন হল, এর উইজার ইন্টারফেস। এটি খুব সহজেই কনিফিগার এবং ম্যানেজমেন্ট করা যায়। মাইক্রোটিক রাউটর এর সাহায়্যে নেটওয়ার্ক এর ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্টেশন এর কাজ ও করা যায়।

মাইক্রোটিক রাউটার এর সাহায়্যে আমরা যে সকল কাজসমুহ করতে পারি
  • DHCP Server হিসেবে কনফিগার করা যায়। যেভাবে সাধারণ ব্রডব্যান্ড Router কাজ করে।
  • নেটওয়ার্ক এর সব গুলি IP এর Bandwidth Control করা যায়। এমনকি কোন IP ছাড়াই বিভিন্ন সার্ভিস এর Bandwidth control করা যায়। যেমনঃ Mail Bandwidth, Ping bandwidth, Voice Bandwidth ইত্যাদি।
  • Web proxy হিসেবে কনফিগার করা যায়। Web proxy দিয়ে বিভিন্ন ওয়েব সাইট ব্লক করা যায়।
  • একাধিক ISP এর ইন্টারনেট connection একসাথে ব্যাবহার করার জন্য Load Balance/Bandwidth Marge করা যায়।
  • একই ISP এর একাধিক সংযোগ এর মধ্যে Auto Redundancy করা যায় (একটি ডাউন হলে অন্যটি অটোমেটিক আপ)।
  • PPPOE Server হিসেবে Configure করা যায়। যার মাধ্যমে ব্রডব্যান্ড Dialer ইন্টারনেট সার্ভিস প্রদান করা সম্ভব।
  • PPPOE Client হিসেবে configure করা যায়। যার মাধ্যমে BTCL ও অন্যান্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ব্যাবহার করা সম্ভব।
  • নির্দিষ্ট কিছু মডেলের Mikrotik Router দিয়ে USB wimax modem, USB mobile modem এর ইন্টারনেট সার্ভিস পাওয়া সম্ভব।
  • VPN Server এবং VPN Client হিসেবে Configure করা যায়।
  • Advance firewall configure করা যায়।
বাজারে মাইক্রোটিক এর বিভিন্ন মডেলের রাউটিার রয়েছে। বর্তমানে তিন ধরণের মাইক্রোটিক রাউটার সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় যথ:-
  1. hEX Series
  2. RB Series
  3. CCR Series
hEX Series: আমরা প্রথমে যে মেডেলের রাউটার নিয়ে আলোচনা করব তা হল hEX Series. hEX Series এর রাউটর সমুহ সধারণত খুব অল্প পরিমানের ট্রাফিক নিয়ে কাজ করতে পারে। খূব ছোট নেটওয়ার্ক এর জন্য বা হোম ইউজারদের জন্য এই রাউটার সমুহ ব্যবহার করা হয়ে থাকে। এই রাউটার গুলির দামও সাধারণত খুব কম হয়ে থাকে। বিভিন্ন মডেলের hEX Series এর রাউটর রয়েছে, যথা- hEX lite, hEX, hEX PoE lite, hEX PoE ইত্যাদি।

RB Series: এরপর যে মডেলের রাউটর নিয়ে আমরা আলোচনা করব তা হল RB Series। RB Series এর রাউটর সমুহ সাধারণত ছোট-খাট অরগানাইজেন বা অফিস এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত মিড রেঞ্জ এর অফিস এর জন্য RB Series ব্যবহার করা হয়। বিভিন্ন মডেলের RB Series রাউটার বাজারে পাওয়া যায়, যথা- RB2011iL-IN, RB2011iL-RM, RB2011UiAS-RM, RB1100AHx4.

CCR Series: সাধারণত বেশি পরিমানের ট্রাফিক নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয় CCR Series এর রাউটার। CCR Series এর রাউটার সমুহ অনেক বেশি পারিমানের ট্রাফিক নিয়ে কাজ করতে পারে। বড় ধরনের অফিস এর জন্য এই ধরনের রাউটার ব্যবহার করা হয়। এই ধরনের রাউটার অনেক বেশি পারিমানের ট্রাফিক নিয়ে কাজ করতে পারে।

Router OS

প্রতিটি ডিভাইস পরিচালনার জন্য হার্ডওয়্যার এর পাশাপাশি প্রয়োজন হয় সফওয়্যার এর। ঠিক তেমনি মাইক্রোটিক রাউটার এর হার্ডওয়্যার এর জন্য প্রয়োজন হয় একটি OS বা অপারেটিং সিস্টেম এর। মাইক্রোটিক রাউটার OS হচ্ছে লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেম । মাইক্রোটিক রাউটার ওএস শুধুমাত্র x86 Architecture পাওয়া যায়। মাইক্রোটিক রাউটার OS এর একটি বড় ফিচার হল এই OS টি কোন পিসিতে ইন্সটল দিয়ে আমরা সেই পিসিকে সহজেই মাইক্রোটিক রাউটর এ পরিনত করতে পারি।

RouterBOARD

প্রতিটি ডিভাইস এর একটি সার্কিট বোর্ড থাকে। তেমটি মাইক্রোটিক রাউটারেরও একটি সার্কিট বোর্ড থাকে যাকে বলা হয় RouterBOARD। আমরা বাজার থেকে এই রাউটার বোর্ড সমুহ রেডি অবস্থার কিনতে পারি। একটি রাউটার বোর্ড এর ভিতর Router OS আগে থেকেই ইনস্টল করা থাকে। সেজন্য আমাদের আর নতুন করে কোন OS ইনস্টল করাতে হয় না।

Router OS License

মাইক্রোটিক এর যে Router OS রযেছে তার একটি License রয়েছে। আমরা চাইলেই মাইক্রোটিক Router OS ডাউনলোড দিয়ে ইচ্ছামত ব্যবহার করতে পারব না। মাইক্রোটিক রাউটারে সাধারণত 6 ক্যাটাগরির লাইসেন্স পাওয়া যায়। এই License Level গুলি হল।
  1. License Level 0 (Trial mode)
  2. License Level 1 (Free Demo)
  3. License Level 3 (WISP CPE)
  4. License Level 4 (WISP)
  5. License Level 5 (WISP)
  6. License Level 6 (Controller)
আমরা যখন x86 Architecture এর Router OS কোন ডিভাইসে এ ইনস্টল করে ব্যবহার করি তখন তার লাইসেন্স লেভেল থাকে License Level 0 (Trial mode)। এই মোডে আমরা মাইক্রোটিক রাউটারকে 24 ঘন্টা পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারব। এরপর আমরা আর এই রাউটারটিকে ব্যবহার করতে পারব না। এর পর যদি আমরা এটিকে ব্যবহার করতে চাই তাহলে তখন License Level 1 (Free Demo) বা অন্য কোন License Level নিতে হবে। আমরা কোন License Level টি ব্যবহার করব তা নির্ভর করবে আমারা কি কাজে সেটি ব্যবহার করছি তার উপর। নিচে মাইক্রোটিক এর License Level এর একটি গ্রফিক্যাল চিত্র দেখানো হল।



আমরা mikrotik.com এর ওযেব সাইটে একটি Account খুলে খব সহজেই License Level 1 (Free Demo) টি নিতে পারি। আমরা শুধু মাত্র তাদের সাইটে একটি অ্যাকাউন্ট খুললেই তারা আমাদের এই সুবিধাটি দিবে।