Network Prefix/CIDR
আমরা জানি যে, প্রতিটি আইপি অ্যাড্রেস ৪টি Octet এ ভাগ থাকে এবং এই Octet গুলি নেটওয়ার্ক ও হোস্ট অংশে বিভক্ত করা থাকে। যদি আমরা Class A এর একটি আইপি অ্যাড্রেস দেখি 10.10.10.10 । যার প্রথম ব্লকটি হল নেটওয়ার্ক এবং শেষের তিনটি ব্লক হল হোস্ট অংশ।যখন আমরা এই আইপি অ্যাড্রেসটি লিখি তখন 172.16.0.0/16 এভাবে এর শেষে স্লাস দিয়ে যে সংখ্যাটি ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে বলা হয় Network Prefix/CIDR (Classless Inter-Domain Routing)। এখানে /16 দ্বারা বুঝানো হয় যে 172.16.0.0 এই নেটওয়ার্কটির প্রথম ১৬টি বিট নেটওয়ার্ক এর জন্য এবং শেষের ১৬টি বিটি হোস্ট এর জন্য ।
যখন কোন আইপি অ্যাড্রেটিকে এভাবে লেখা হবে 172.16.0.0/16 তখন এই শেষোক্ত /16 হলো Prefix আর এই /16 Prefix দ্বারা বুঝায় যে ৩২ বিট অ্যাড্রেসের প্রথম থেকে 16টি বিট হলো নেটওয়ার্ক অংশের জন্য এবং অবশিষ্ট 16টি বিট হলো হোষ্ট অংশের। আমরা এই নেটওয়ার্ক প্রিফিক্স দেখে সহজে বুঝতে পারি কোন আইপি অ্যাড্রেস এ কতটি নেটওয়ার্ক ও কতটি হোস্ট আইপি অ্যাড্রেস রয়েছে।
ডিফল্ট নেটওয়ার্ক Prefix/CIDR
প্রত্যেক ক্লাস এর আইপি অ্যাড্রেস এর একটি ডিফল্ট Network Prefix/CIDR আছে । নিচে তা উল্লেখ করা হল, যথা:- Class A এর ক্ষেত্রে 10.0.0.0/8
- Class B এর ক্ষেত্রে 128.0.0.0/16
- Class C এর ক্ষেত্রে 192.0.0.0/24
No comments:
Post a Comment