Tuesday, June 4, 2019

EIGRP কিভাবে কনফিগারেশন করতে হয় বিস্তারিত

আমরা এর আগের পর্বে EIGRP এর থিওরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । এবার আমরা দেখব কিভাবে EIGRP কনফিগারেশন করতে হয়। আপনারা Cisco Packet Tracer ব্যবহার করে এই কনফিগারেশন এর কাজটি করতে পারেন। আমিও এই সফটওয়্যারটি ব্যবহার করে এই কনফিগারেশনটি করব। ত চলুন তাহলে শুরু করা যাক।

আমরা উপরের চিত্রের মত একটি টপোলজি নিলাম। এখানে মোট ৩টি রাউটার রয়েছে এবং প্রত্যেকটি রাউটারের সাথে একটি করে কম্পিউটার যুক্ত রয়েছে। এখানে প্রত্যেকটি ইন্টারফেসে কোথায় কি নেটওয়ার্ক চলতেছে তা আমরা মেনশন করে দিয়েছি। এখানে প্রত্যেকটি রাউটার একে অপরের সাথে সিরিয়াল ইন্টারফেস এর মাধ্যমে যুক্ত আছে । এবং কম্পিউটার সমুহ ইথারনেট ক্যাবল এর মাধ্যমে রাউটাররের সাথে সংযুক্ত।

আমরা প্রথমে প্রত্যেকটি রাউটারের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়ে ইন্টারফেস গুলিকে অন করে নিই । আমরা এর আগের পর্বে দেখেছি কিভাবে রাউটারের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়। নিচে প্রত্যেকটি রাউটারের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার কোড সমুহ দেওয়া হল ।

Router0 Configuration Code:

Interface Serial 0/0/1 configuration code:

Router>
Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#int se 0/0/1
Router(config-if)#ip add 10.10.10.1 255.255.255.252
Router(config-if)#bandwidth 256000
Router(config-if)#no shut

Interface Serial 0/0/0 configuration code:

Router>
Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#int se 0/0/0
Router(config-if)#ip add 10.10.10.5 255.255.255.252
Router(config-if)#clock rate 64000
Router(config-if)#bandwidth 512000
Router(config-if)#no shut

Interface fa 0/0 configuration code:

Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#int fa 0/0
Router(config-if)#ip add 192.168.20.1 255.255.255.0
Router(config-if)#no shut

Router1 Configuration Code:

Interface Serial 0/0/0 configuration code:

Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#int se 0/0/0
Router(config-if)#ip add 10.10.10.6 255.255.255.252
Router(config-if)#bandwidth 512000
Router(config-if)#no shut

Interface Serial 0/0/1 configuration code:

Router>
Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#int se 0/0/1
Router(config-if)#ip add 10.10.10.9 255.255.255.252
Router(config-if)#clock rate 64000
Router(config-if)#bandwidth 128000
Router(config-if)#no shut

Interface FastEthernet 0/0 configuration code:

Router>
Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#
Router(config)#int fa 0/0
Router(config-if)#ip add 192.168.30.1 255.255.255.0

Router2 Configuration Code:

Interface Serial 0/0/1 configuration code:

Router>
Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#int se 0/0/1
Router(config-if)#ip add 10.10.10.10 255.255.255.252
Router(config-if)#bandwidth 128000
Router(config-if)#no shut

Interface Serial 0/0/0 configuration code:

Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#int se 0/0/0
Router(config-if)#ip add 10.10.10.2 255.255.255.252
Router(config-if)#clock rate 64000
Router(config-if)#bandwidth 256000
Router(config-if)#no shut

Interface FastEthernet 0/1 configuration code:

Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#int fa 0/0
Router(config-if)#int fa 0/1
Router(config-if)#ip add 192.168.10.1 255.255.255.0
Router(config-if)#no shut

আমাদের সমস্থ রাউটারের ইন্টারফেস সমুহকে কনফিগার করা শেষ হল । এবার প্রতিটি রাউটারে EIGRP রান করাব। কিভাবে EIGRP কনফিগার করতে হয় তা এখন আমরা দেখব। নিচে প্রতিটি রাউটারের EIGRP কনফিগারেশন কোড নিচে দেওয়া হল । প্রথমে আমরা Router0 তে যাই।

Router0 EIGRP configuration code:

Router>
Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#router eigrp 1
Router(config-router)#network 192.168.20.0 0.0.0.255
Router(config-router)#network 10.10.10.4 0.0.0.3
Router(config-router)#network 10.10.10.0 0.0.0.3
Router(config-router)#

এখানে আমরা Router(config)#router eigrp 1 যে কমান্ডটি ইউজ করেছি, তার মধ্যে router eigrp কমান্ডটি EIGRP রান করানোর জন্য এবং এর পর যে ”1” ব্যবহার করা হয়েছে তা হল Autonomous System Number. এবং এই নাম্বারটি আমরা 1-65535 পর্যন্ত যে কোন নাম্বার ব্যবহার করতে পারি। আমরা আগে আর একটি বিষয় বলেছিলাম যে এই Autonomous System Number সকল রাউটারের একই হতে হবে তাছাড়া তারা নেবার হতে পারবে না । আর একটি বিষয় লক্ষ রাখতে হবে এখানে প্রতিটি রাউটারে শুধু মাত্র তার ডাইরেক্টলি কানেকটেড নেটওয়ার্ক গুলিকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে অন্য কোন নেটওয়ার্ক এখানে ইমপ্লিমেন্ট করা যাবে না । যেমন: Router0 তে আমরা যে তিনটি নেটওয়ার্ক রান করেছি তা তার ডাইরেক্টলি কানেকটেড নেটওয়ার্ক। এবার আমরা রাউটার ১ এর কনফিগার করব।

Router1 EIGRP configuration code:

Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#router eigrp 1
Router(config-router)#network 192.168.30.0 0.0.0.255
Router(config-router)#network 10.10.10.4 0.0.0.3
Router(config-router)#network 10.10.10.8 0.0.0.3

Router2 EIGRP configuration code:

Router>
Router>en
Router#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#router eigrp 1
Router(config-router)#network 192.168.10.0 0.0.0.255
Router(config-router)#network 10.10.10.8 0.0.0.3
Router(config-router)#network 10.10.10.0 0.0.0.3

আমরা সকল রাউটারে EIGRP রান করলাম এবার যদি আমরা যে কোন রাউটারে গিয়ে তার রাউটিং টেবিল চেক করি তাহলে দেখতে পাব তার রাউটিং টেবিলে তার  ডাইরেক্টলি কানেকটেড নেওয়ার্ক ছাড়াও আরো যে সকল নেটওয়ার্ক রয়েছে সেগুলিও তার রাউটিং টেবিয়ে চলে এসেছে। চলু আমরা Router1 এর রাউটিং টেবিল চেক করি ।

Routing Table চেক করার জন্য যে কমান্ডটি ব্যবহার করা হয় তা হল ‍sh ip route। sh ip route এই কমান্ডটি privilege mode এ গিয়ে রান করাতে হবে। রাউটারের কয়টি মোড রয়েছে তা আপনারা আমার অগের লেকচার “রাউটিং সম্পর্কে বেসিক ধারণা” এটিতে পাবেন।

Router#sh ip route

Codes: C - connected, S - static, I - IGRP, R - RIP, M - mobile, B - BGP
D - EIGRP, EX - EIGRP external, O - OSPF, IA - OSPF inter area
N1 - OSPF NSSA external type 1, N2 - OSPF NSSA external type 2
E1 - OSPF external type 1, E2 - OSPF external type 2, E - EGP
i - IS-IS, L1 - IS-IS level-1, L2 - IS-IS level-2, ia - IS-IS inter area
* - candidate default, U - per-user static route, o - ODR
P - periodic downloaded static route

Gateway of last resort is not set

10.0.0.0/8 is variably subnetted, 4 subnets, 2 masks
D 10.0.0.0/8 is a summary, 00:03:56, Null0
C 10.10.10.0/30 is directly connected, Serial0/0/0
D 10.10.10.4/30 [90/1033984] via 10.10.10.1, 00:03:56, Serial0/0/0
C 10.10.10.8/30 is directly connected, Serial0/0/1
C 192.168.10.0/24 is directly connected, FastEthernet0/1
D 192.168.20.0/24 [90/540160] via 10.10.10.1, 00:03:56, Serial0/0/0
D 192.168.30.0/24 [90/540160] via 10.10.10.9, 00:04:14, Serial0/0/1


এখানে একটি বিষয় খেয়াল করুন যে সকল নেটওয়ার্ক এর সামনে C রয়েছে সেগুলি হল ডাইরেক্টলি কানেকটেড নেটওয়ার্ক এবং যেগুলির সামনে D রয়েছে সেগুলি হল EIGRP এর মাধ্যমে পাওয়া নেটওয়ার্ক। আশা করি আপনারা EIGRP কিভাবে কনফিগার করতে হয় তা বুঝতে পেরেছেন। না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় প্রবলেম হচ্ছে। ইনশাআল্লাহ্ আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।

No comments:

Post a Comment