Configuring VLAN
এখন আমরা দেখব কিভাবে VLAN কনফিগার করতে হয় । আমরা নিচের চিত্রের মত একটি টপোলজি নিলাম।এখানে আমরা চারটি PC একটি সুইচ এর মাধ্যমে কানেক্ট করেছি এবং প্রত্যেকটি PC আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছি । কোন PC তে কি আইপি অ্যাড্রেস দিয়েছি তা প্রতিটি PC এর নিচে উল্লেখ করে দিয়েছি। এখন আমরা যে কোন কম্পিউটার থেকে যে কোন কম্পিউটার এর সাথে Ping হবে। কারণ এখন এই প্রতিটি কম্পিউটার একই VLAN এর অবস্থান করছে । আমরা ত এখোন কোন VLAN কনফিগার করি নাই। Default ভাবে সুইচের প্রতিটি পোর্ট Default VLAN এ অবস্থান করে । আমরা sh vlan brief এই কোডটি ব্যবহার করে দেখতে পারি সুইচি কয়টি VLAN রয়েছে এবং সুইচের কোন পোর্টগুলি কোন VLAN এর অবস্তান করছে।
আপনারা দেখতে পাচ্ছেন সুইচের সবগুলি পোর্টই default VLAN এর অবস্থান করছে। এবার আমরা এখানে দুটি আলাদা আলাদা VLAN ক্রিয়েট করি।
Switch#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Switch(config)#vlan 2
Switch(config-vlan)#name Sell
Switch(config-vlan)#vlan 3
Switch(config-vlan)#name Marketing
Switch(config-vlan)#
এখানে আমরা “Switch(config)#vlan 2” এই কমান্ডটির মাধ্যামে vlan 2 আইডির একটি ভিলান তৈরি করলাম এবং যার নাম আমরা দিয়েছি “Switch(config-vlan)#name Sell” Sell।
এবার যদি আমরা sh vlan brief দিয়ে দেখিযে কি কি VLAN তৈরি হয়েছে।
এবার দেখুন এখানে Sell ও Marketing নামে দুটি আলাদা VLAN তৈরি হয়েছে। VLAN কিভাবে তৈরি করতে হয় তা ত জানলাম, এবার দেখি কিভাবে সুইচের পোর্টগুলিকে আলাদা আলাদা VLAN এর মধ্যে নিতে হয়।
Switch#
Switch#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Switch(config)#int fa 0/3
Switch(config-if)#switchport access vlan 2
Switch(config-if)#int fa 0/2
Switch(config-if)#switchport access vlan 2
Switch(config-if)#
এখানে আমরা Switch Port Fa 0/3 ও Fa 0/2 কে vlan 2 এর মধ্যে রাখলাম যার নাম হল Sell। এবার আমরা Switch Port Fa 0/4 ও Fa 0/5 Vlan 3 এর মধ্যে রাখব যার নাম হল Marketing.
Switch>en
Switch#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Switch(config)#int range fa 0/4-5
Switch(config-if-range)#switchport access vlan 3
Switch(config-if-range)#
এখানে int range fa 0/4-5 এই কমান্ডটির মাধ্যমে Fa 0/4 ও Fa 0/5 দুটি পোর্ট এক সাথে সিলেক্ট করা হয়েছে। আমরা interface range কমান্ডটি ব্যবহার করে এক সাথে অনেকগুলি পোর্ট সিলেক্ট করতে পারি।
এবার যদি আমরা sh vlan brief এই কমান্ডটি ইউজ করি
এবার আপনারা দেখতে পাচ্ছেন Sell ও Marketing নামের যে আলাদা আলাদা দুটি VLAN তৈরি করেছিলাম সেই দুটি VLAN এ দুটি করে ইন্টারফেসও চলে এসেছে। এবার এই ইন্টারফেসে যে কম্পিউটারগুলি থাকবে তারা শুধু নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে অন্য কোন vlan এর কম্পিউটার এর সাথে কমিউনিকেশন করতে পারবে না ।
এখানে আমরা Sell ও Marketing দুটি আলাদা আলাদা VLAN এর মধ্যে অবস্থান করছে। এখন Sell এর কোন PC Marketing এর কোন PC এর সাথে যোগাযোগ করতে পারবে না । অথচ এখানে প্রতিটি কম্পিউটার একই Switch এর সাথে কানেক্টেড। এটাই হল VLAN এর সুবিধা।
Trunk Port Configuration: এবার আমরা দেখব কিভাবে Trunk Port কনফিগার করতে হয়। আমরা নিচের চিত্রের মত দুটি সুইচ নিলাম এবং দুটি সুইচে একই কনফিগার করলাম । অর্থাৎ Switch0 Sell ও Marketing নামের দুটি VLAN এবং Switch1 ও Sell ও Marketing নামের VLAN তৈরি করলাম। দুদিকের একই নামের VLAN এর VLAN ID ও একই এবং তারা একই Network এ অবস্থান করছে।
এখোন আমরা চাইতেছি Switch0 এর Sell ডিপার্টমেন্ট Switch1 এর Sell ডিপার্টমেন্ট এর সাথে কমিউনিকেশন করতে পারবে। তার জন্য Switch0 এর Vlan ইনফরমেশন Switch1 এ যাওয়া দরকার।
কিন্তু আমরা যতক্ষন না Switch0 ও Switch1 যে পোর্ট এর মাধ্যমে যুক্ত সেই পোর্টটিকে Trunk Port হিসেবে কনফিগার না করব ততক্ষন পর্যন্ত এই পোর্ট দিয়ে Vlan ইনফরমেশন যাতায়াত করতে পারবে না। কারণ Access Port দিয়ে কখোন Vlan ইনফরমেশন ট্রান্সমিট হতে পারে না । ত চলুন দেখি কিভাবে Switch0 ও Switch1 এর Fa 0/24 পোর্টটিকে Trunk Port হিসেবে কনফিগার করতে হয়।
Trunk Port Configuration Code:
Switch>en
Switch#conf t
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Switch(config)#int fa 0/24
Switch(config-if)#switchport mode trunk
আমরা sh interfaces trunk এই কমান্ডটি ব্যবহার করে দেখতি পারি যে কোন কোন পোর্টটি Trunk Port হিসেবে কনফিগার করা হয়েছে।
আমরা যখন কোন পোর্টকে Trunk Port হিসেবে কনফিগার করবে তখন সেই পোর্টটি ছাড়া অন্য সকল পোর্ট গুলিকে Access Mode এ কনফিগার করতে হবে। কোন পোর্টকে Access Mode এ কনফিগার করার জন্য switchport mode access এই কমান্ডটি ব্যবহার করা হয়। এভবে Trunk Port কনফিগার করা হয়।
No comments:
Post a Comment