আমরা এর আগের পর্বে জেনেছি কম্পিউটার নেটওযার্ক কি, এই পর্বে আমরা জানব কম্পিউটরার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি? আকার, দূরত্ব ও ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে কযেকটি ভাগে ভাগ করা যায়।
নেটওয়ার্ক এর কাজ ও গঠনের ধরন অনুসারে নেটওয়ার্ককে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয় যথ:
নেটওয়ার্ক এর কাজ ও গঠনের ধরন অনুসারে নেটওয়ার্ককে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয় যথ:
- লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network)
- মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)
- ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network)
মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক ২ ভাগে ভাগ করা হয়। যথা:
- প্রাইভেট নেটওয়ার্ক (Private Network)
- পাবলিক নেটওয়ার্ক (Public Network)
কার্যাবলির ভিত্তিতে নেটওয়ার্ক ২ ভাগে ভাগ করা হয়। যথা:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Per-to-Per Network)
- ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক(Client Server Network)
সুইচিং এর উপর ভিত্তি নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করা হয়। যথা:
- সার্কিট সুইচ নেটওয়ার্ক (Circuit switched Network)
- ম্যাসেজ সুইচ নেটওয়ার্ক (Message Switched Network)
- প্যাকেট সুইচ নেটওয়ার্ক (Packet Switch Network)
নির্মাণ কৌশলের ভিত্তিতে নেটওয়ার্ককে ২ ভাগে ভাগ করা যায় যথা:
- পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক (Point to Point Network)
- ব্রডকাষ্ট বা মাল্টিপয়েন্ট নেটওয়ার্ক (Broadcast or Multipoint Network)
আশা করি আপনারা বুঝতে পেরেছে নেটওয়ার্ক কত ধরণের হতে পারে এবং তা কি কি। পরবর্তি টিউনে এই সকল শ্রেণীর নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, ইনশাআল্লাহ্।
No comments:
Post a Comment