ফেসবুক ব্যবহার করে না বা ফেসবুক সর্ম্পকে জানে না এমন মানুষ খুজে পাওয়া খুবই দূষ্কর ব্যপার। আমরা সবাই কম বেশী ফেজবুক এর সাথে পরিচিত। আমরা বেশীর ভাগ মানুষ নিছক শুধু মাত্র বিনোদনের জন্যাই ফেসবুক ব্যাবহার করে থাকি। তবে আজকাল ফেসবুককে অনেক মানুষ বিজনেস এর ক্ষেত্র/মার্কেটপ্লেস হিসেবে ব্যবহার করে। ফেজবুক এর যেমন উপকার আছে তেমনি আছে অপকার। আমরা কে কি উদ্দেশ্যে ব্যবহার করতেছি তার উপর নির্ভর করে এটা আমাদের উপকার করতেছে না অপকার করতেছে।
আমরা বেশীর ভাগ ফেসবুক ব্যবহারকরিরা অসচেতনামূলক ভাবে ফেজবুক ব্যবহার করি, যার কারণে মানুষ নিজের অজান্তেই নিজেকে অনিরাপদ করে তুলছে। ফেসবুকে আমরা আমরাদের সমস্থ তথ্য শেয়ার করে রাখি, সেই সাথে আমরা কখন কি করি, কোথায় জব করি, কোথায় যাই, কি পছন্দ করি, কি পছন্দ করি না আরো অনেক কিছু.....। কেউ যদি আপনার ক্ষতি সাধন করার জন্য আপনাকে ফলো করে! তাহলে আপনার সকল ইনফরমেশন পাওয়ার জন্য ফেজবুকই যথেষ্ঠ।
তাই আজকে আপনাদের এমন কিছু বিষয় জানাব যে বিষয় গুলি আপনি কখনই ফেজবুকে শেয়ার করবেন না, আপনাকে নিরাপদ রাখার জন্য। তবে যারা বিজনেস এর জন্য ফেজবুক ব্যবহার করেন তাদেরকে কিছু বিষয় শেয়ার না করলেই নয়। তবে আপনি যে কোন ব্যক্তিগত তথ্য ফেজবুকে শেয়ার করেন না কেন! তা শেয়ার করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এবং নিরাপদ থাকুন। আমি ৯টি বিষয় সর্ম্পকে বলব এই ৯টি বিষয় ফেজবুকে শেয়ার করার সময় সতর্ক থাকুন।
Home Address: ফেসবুকে আপনি কখোনই আপনার পূর্ণাঙ্গ ঠিকানা ফেসবুকে শেয়ার করবেন না। এমনি কর্মস্থলের ঠিকানাও নয়। যদি কাউকে আপনার ঠিকানা দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তাকে পারসোনাল মেসেজ-এর মাধ্যমে দিতে পারেন।
Current Location: আপনি বর্তমান কোথায় অবস্থান করতেছন সেই লোকেশন ট্যাগ করে কখোন ফেজবুকে শেয়ার করেবেন না। এতে করে যে কউ আপনার বর্তমান অবস্থান সম্পক জানতে পারে, যা আপনার জন্য ঝুকির কারন হতে পার।
Going on Vacation: আমরা যখন কোথাও ভ্রমণে বের হয় তখন সেই বিষয়টি ফেসবুকে সবাইকে জানিয়ে দিই। যা মোটেও আমাদের জন্য নিরাপদ নয়। হয়তো আপনার অজান্তে আপনার কোন শত্রু থাকতে পারে যে এমন একটি তথ্য পাওয়ার অপেক্ষায় ছিলো। তাই ফেসবুকে এসব ফেসবুকে এসব তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
Date of Birth: বর্তমানে জন্ম তারিখ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই নিজের জন্ম তারিখ ফেসবুকে উন্মুক্ত করে রাখি এটি মোটেও আমরাদের জন্য নিরাপদ নয়। কারণ তথ্য প্রযুক্তির যুগে জন্ম তারিখ (Date of Birth) থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যায় যা হ্যাকারদের জন্য খুব সহজ ব্যপার। তাই ফেসবুকে জন্মতারিখ উন্মুক্ত রাখা থেকে বিরত থাকুন।
Credit card information: ক্রেডিট কার্ড হচ্ছে খুবই গোপন ও স্পর্শকাতর বিষয়। ক্রেডিট কার্ডের তথ্য আপনি ফেজবুকে শেয়ার কার কোনোভাবেই নিরাপদ নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান কিংবা ওয়েবসাইট আপনার জন্য কতটুকু নিরাপদ বুঝে তারপর দিন। যাতে আপনার দেওয়া তথ্য নিরাপদ থাকে।
Where do children study: আপনার শিশু কোথায় পড়াশুনা করে? স্কুলে কখন যায় এবং কখোন আপনি তাকে স্কুল থেকে নিয়ে আসেন এসকল তথ্য ফেসবুকে শেয়ার করা থেকে বিতর থাকুন। এসকল তথ্য থেকে সন্ত্রাসীরা সহজেই আপনার সন্তানের অবস্থান সর্ম্পকে জানতে পারে। যার ফলে যে কোন সময় একটি দূর্ঘটনা ঘটতে পারে।
Baby pictures: ফেসবুকে আপনার সন্তানের ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। কারণ শত্রুরা আপানার শিশুকে সহজেই চিনতে পারে। এরপর সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করতে পারে। তাই ফেজবুকে সন্তানের ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন।
Phone or mobile number: ফেসবুকে অনেকেই মোবাইল বা ফোন নাম্বার শেয়ার করে রাখে। যা সম্পূর্ণভাবে অনিরাপদ। পারসোনাল নাম্বার এভাবে ফেজবুকে শেয়ার করে রাখলে যে কেউ সহজেই আপনার নাম্বারটি পেতে পারে এবং বিনা কারনে আপনাকে সময়ে অসময়ে ফোন দিয়ে হেনস্থ করতে পারে। মোবাইল বা ফোন নম্বর একান্ত ব্যক্তিগত এবং গোপনীয় জিনিস। পরিচিত ব্যক্তিদের ছাড়া কাউকে ফোন বা মোবাইল নম্বর দেওয়া নিরাপদ নয়।
Complaints about your Boss: আপনি যেখানে জব করেন, সেখানে আপনার বসকে হয়ত আপনার ভালে নাও লাগতে পরে। আপনার বস সর্ম্পকে যদি আপনার কোন আভিযোগ থেকে থাকে এই রকম কোন তথ্য ফেজবুকে শেয়ার করবেন না। অনেক সময এটি আপনার এবং আপনার বস দুইজনের জন্যই ক্ষতির কারণ হতে পারে।
এখানে যে যে বিষয় সর্ম্পকে আপনাদের জানানো হলে এই বিষয় সমুহ ফেসবুকে বা অন্য যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকুন। তাতে হয়ত অনেক দূঘটানা থেকে আপনি বেচে যেতে পারবেন।
তাতে হয়ত অনেক দূঘটানা থেকে আপনি বেচে যেতে পারবেন।
No comments:
Post a Comment