ডাইনামিক রাউট (Dynamic Route)
ডাইনামিক রাউট হলো সে সব রাউট যা সময়ের সাথে সাথে আপনা আপনি রাউটিং টেবিলের পরিবর্তন ঘটে। ফলে ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন হয় না। যেকোন রাউট পরিবর্তন হলে সেটি অটোমেটিক্যালি রাউটিং টেবিল এ যোগ হয়। আমরা সধারণত তিন ধরনের Dynamic Routing প্রটোকল ব্যবহার করে থাকি । যথা:- RIP
- EIGRP
- OSPF
Routing Information Protocol (RIP)
রিপ হল Routing Information Protocol। রিপ একটি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রটোকল যা হোপ কাউন্ট এর উপর ভিত্তি করে কাজ করে । ডিসট্যান্স ভেক্টর রাউটিং প্রটোকলে এর মাধ্যমে রাউটার জানতে পারে নেটওয়ার্কের প্রতিবেশী রাউটার সম্পর্কে । রিপ নিয়মিত নেটওয়ার্ক আপডেটের এডভার্টাইজমেন্ট করে এবং এই এডভার্টাইজমেন্ট প্রতি 30 সেকেন্ড পাঠায় । এটি মেট্রিক মান গণনা করার জন্য হপ কাউন্ট ব্যবহার করে, যা নেটওয়ার্কের কাছে পৌঁছানোর সর্বোত্তম পথ নির্ধারণ করে। RIP সর্বোচ্চ 15 টি রাউটার সমর্থন করে, এবং 16 তম হপ বা রাউটার অপ্রচলিত বা অনির্ধারিত বলে বিবেচিত হয়। সুতরাং, RIP ছোট নেটওয়ার্কে দক্ষতার সাথে কাজ করতে পারে ।রিপ এর তিনটি সংস্করণ রয়েছে। IPv4 এ RIP V1 এবং RIP V2 সমর্থন করে, এবং RIPng বা RIP পরবর্তী প্রজন্ম IPv6 দ্বারা বাস্তবায়িত হয়। RIP V1 classless নেটওয়ার্ককে advertises এবং সাবনেটিং সাপোর্ট করে না, কিন্তু RIP V2 একটি সাবনেটিং সাপোর্ট করে।
Enhanced Interior Gateway Routing Protocol (EIGRP)
EIGRP এর পূর্ণরূপ হলো Enhanced Interior Gateway Routing Protocol যা IGRP অর্থাৎ Interior Gateway Routing Protocol এর একটি উন্নত সংস্করণ। EIGRP হলো সিসকোর একটি নিজস্ব প্রটোকল যা সিসকো ডিভাইস ব্যাতিত অন্য কোন ডিভাইসে কনফিগার করা যায় না।EIGRP হলো এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ইহা এমন একটি প্রোটোকল যা আসলে লিংঙ্ক স্টেট রাউটিং প্রটোকলের বৈশিষ্ট্য আবার এটি ডিসট্যান্স ভেক্টর রাউটিং প্রটোকলের অনেক বৈশিষ্ট্যই ধারণ করে। এসব বিবেচনা করে EIGRP বলা হয় হাইব্রিড রাউটিং প্রটোকল। এখন প্রশ্ন হলো ডিসট্যান্স ভেক্টর রাউটিং প্রটোকল এবং লিংঙ্ক স্টেট রাউটিং প্রটোকল আসলে কি? ডিসট্যান্স ভেক্টর রাউটিং প্রটোকলে এর মাধ্যমে রাউটার জানতে পারে নেটওয়ার্কের প্রতিবেশী রাউটার সম্পর্কে এবং সকল রাউটারের অবস্থান সম্পর্কে অথার্ৎ কতটুকু দূরত্বে রাউটার গুলো অবস্থান করছে। আর লিংঙ্ক স্টেট রাউটিং প্রটোকল এর মাধ্যমে রাউটার জানতে পারে প্রতিটি লিংকের কষ্ট সম্পর্কে এবং বেস্ট পাথ সিলেক্ট করে থাকে ।
EIGRP এর বৈশিষ্ট সমুহ:
- ওএসপিএফ ভ্যারিয়েবল লেংথ সাবনেট মাস্ক(VLSM) এবং ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং (CIDR)সাপোর্ট করে।
- EIGRP টপোলজি টেবিলে ব্যাকআপ পাথ রাখে ফলে কোন পাথে কোন সমস্যা ব্যাপআপ পাথ দিয়ে যোগাযোগ করে।
- DUAL(Diffusing Update Algorithm) ব্যবহার করে প্রতিটি রাউটারের মান নির্ধারণ করে।
- ডিফল্ট হপ কাউন্ট হলো-১০০
- প্রতিবেশি রাউটারগুলোর মধ্যে hello ম্যাসেজ পাঠায়। সেই hello ম্যাসেজ এর উত্তরে জানতে পারে কোন রাউটার নেটওয়ার্কে একটিভ আছে । ফলে দ্রুত কনভার্জেন্স ঘটে।
Shortest Path First (SPF)
ওএসপিএফ হলো ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট একটি লিঙ্ক স্টেট রাউটিং প্রটোকল যা ওপেন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই এটি সিসকোসহ অন্যান্য রাউটারেও কাজ করে। ওএসপিএফ ইনটেরিয়র গেটওয়ে প্রটোকল (IGP) হিসেবে ব্যবহিত হয়ে থাকে ।Link State রাউটিং প্রটোকলসমূহ Shortest Path First (SPF) এ্যালগরিদমের মাধ্যমে রাউট ক্যালকুলেশন করে থাকে। এই SPF এ্যালগরিদমটি Edsger Dijkstra নামক একজন ব্যাক্তি লিখেছিলেন। এজন্য SPF কে Dijkstra’s Algorithm (ডাইজ্কস্ট্রা’স এ্যালগরিদম) ও বলা হয়। এই এ্যালগরিদমের মাধ্যমে একটি সোর্স নেটওয়ার্ক থেকে কোন একটি ডেস্টিনেশন নেটওয়ার্কে যাওয়ার সম্ভাব্য প্রতিটি পাথকে Cost সহ হিসেব করা হয়। এই কষ্ট নির্ধরণের একটি সূত্র আছে তা হল Cost= (108/bandwidth) উদাহণ: OSPF।
ওএসপিএফ এর বৈশিষ্ট্যসমুহ:
- ওএসপিএফ রাউটিং ডোমেইনকে এরিয়াতে বিভক্ত করে।
- কেবল রাউট পরিবর্তনের সময় রাউট আপডেট ঘটে।
- যে রাউট বদলেছে কেবল সেটির তথ্য থাকে এলএসএ(LSA)(লিংক স্টেট অ্যাডভার্টাইমেন্ট) এ।
- প্রতিবেশী গড়ে তোলার জন্য হ্যালো(Hello) মেসেজ বিনিময় করে।
- ওএসপিএফ ভ্যারিয়েবল লেংথ সাবনেট মাস্ক(VLSM) এবং ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং (CIDR)সাপোর্ট করে।
- ওএসপিএফ অসংখ্য নেটওয়ার্ক হোপ সমর্থন করে।
- ওএসপিএফ এর মাল্টিকাস্ট এড্রেস হলো(২২৪.০.০.৫ এবং ২২৪.০.০.৬)
- ইহায় ব্যবহিত এলগ্যারিদম হলো ডিজেক্সট্রা শর্টেস্ট পাথ ফার্স্ট।
No comments:
Post a Comment