আজকে আমারা মাইক্রোটিক এর একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হল, মাইক্রোটিক রাউটারে কিভবে একটি ইউজার তৈরি করতে হয় এবং মাইক্রোটিক রাউটারে কত ধরনের ইউজার তৈরি করা যায়।
আমরা জানি মাইক্রোটিকে ডিফল্ট যে ইউজার থাকে তা হল admin এবং এই ইউজার দিয়ে আমরা মাইক্রোটিকে সব ধরণের কনফিগার করতে পারি। এই admin ইউজারে কোন পাসওয়ার্ড দেওয়া থাকে না। আমরা চাইলে খুব সহজেই এই ইউজারে পাসওয়ার্ড দিতে পারি।
মাই্ক্রোটিক রাউটারে আমরা তিন ধরনের ইউজার তৈরি করতে পারি যথা:
আমরা যখন system>users এ ক্লিক করব তখন আমাদের সমানে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে যে প্লাস আইকনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন।
প্লাস আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে আমরা Name এর জায়গার ইউজারের যে নাম দিতে চাই তা টাইপ করে দিব। এরপর Group: এর জায়গার আমরা read সিলেক্ট করে দিব এবং Password এর জায়গায় আমরা চাইলে Password দিয়ে দিতে পারি। এরপর Apply দিয়ে Ok করব। তাহলে আমাদের read user তৈরি হয়ে গেল।
এখান থেকে আমরা প্লাস “+” আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে আমরা Name এর জায়গার ইউজারের যে নাম দিতে চাই তা টাইপ করে দিব। এরপর Group: এর জায়গার আমরা write সিলেক্ট করে দিব এবং Password এর জায়গায় আমরা চাইলে Password দিয়ে দিতে পারি। এরপর Apply দিয়ে Ok করব। তাহলে আমাদের write user তৈরি হয়ে গেল।
এখান থেকে আমরা প্লাস “+” আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে আমরা Name এর জায়গার ইউজারের যে নাম দিতে চাই তা টাইপ করে দিব। এরপর Group: এর জায়গার আমরা full সিলেক্ট করে দিব এবং Password এর জায়গায় আমরা চাইলে Password দিয়ে দিতে পারি। এরপর Apply দিয়ে Ok করব। তাহলে আমাদের full user তৈরি হয়ে গেল।
এভাবে আমরা খুব সহজেই মাইক্রোটিক রাউটারে ইউজার তৈরি করতে পারি। কিভাবে এই ইউজার তৈরি করতে হয় তা আপনারা নিচের ভিডিও এর সাহায্যে খূব সহজেই বুঝতে পারবেন।
আমরা জানি মাইক্রোটিকে ডিফল্ট যে ইউজার থাকে তা হল admin এবং এই ইউজার দিয়ে আমরা মাইক্রোটিকে সব ধরণের কনফিগার করতে পারি। এই admin ইউজারে কোন পাসওয়ার্ড দেওয়া থাকে না। আমরা চাইলে খুব সহজেই এই ইউজারে পাসওয়ার্ড দিতে পারি।
মাই্ক্রোটিক রাউটারে আমরা তিন ধরনের ইউজার তৈরি করতে পারি যথা:
- Read user
- Write user
- Full user
Read user
মাইক্রোটিক রাউটাররে্ ঐ সকল ইউজারকে read user বলা হয়, যে সকল ইউজার শুধুমাত্র মাইক্রোটিক রাউটারে যে সকল কনফিগার সমুহ রয়েছে সেগুলি পড়তে পারে বা দেখতে পারে। read user রা কোন ধরনের কনফিগার করতে পারে না তারা শুধুমাত্র কনফিগারসমুহকে দেখতে পারে।কেন “Read” ইউজার তৈরি করব
মাইক্রোটিক রাউটার ঠিকমত কাজ করতেছে কিনা, কোন ইউজারের কোন সমস্য হচ্ছে কিনা, সকল লিংকসমুহ ঠিকমত কাজ করতেছে কিনা এসকল বিষয়সমুহ দেখাশুনার জন্য আমরা একটি read user তৈরি করতে পারি। এই read user শুধুমাত্র মাইক্রোটি রাউটারে লগিন করে এই কনফিগার সমুহ দেখতে পারবে যে রাউটাটি ঠিকমত কাজ করতেছে কিনা। কোন নতুন ইউজারের জন্যেও read user উপযুক্ত। যাতে করে সে মাইক্রোটিক রাউটারে লগিন করতে পারলেও কোনধরনের কনফিগার বা কোন কনফিগাার ডিলিট করতে পারবে না।Read ইউজার তৈরি করার নিয়ম
মাইক্রোটিক রাউটারে “read” ইউজার তৈরি করার জন্য আমরা Winbox দিয়ে মাইক্রোটিক রাউটারে লগিন করব। এর পর system থেকে যাব users এ।প্লাস আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে আমরা Name এর জায়গার ইউজারের যে নাম দিতে চাই তা টাইপ করে দিব। এরপর Group: এর জায়গার আমরা read সিলেক্ট করে দিব এবং Password এর জায়গায় আমরা চাইলে Password দিয়ে দিতে পারি। এরপর Apply দিয়ে Ok করব। তাহলে আমাদের read user তৈরি হয়ে গেল।
Write user
Write user রা মাইক্রোটিক রাউটার এর সকল কনফিগারসমুহ দেখতে পারে সেই সাথে সেই কনফিগারও করতে পারে। write user মাইক্রোটিক রাউটারে কনফিগারেশন করতে পারলেও সে সকল ধরণের কনফিগার করতে পারে না। তার কাছে Full Access থাকে না।কেন “Write” ইউজার তৈরি করব
Write user আমরা তখনই তৈরি করব যখন কোন ইউজারকে আমরা মাই্ক্রোটিক রাউটার কনফিগার করার পারমিশন দিলেও তাকে মাই্ক্রোটিক রাউটার এর Full পারমিশন দিব না। এই সকল ইউজার সাধারণত প্রায় সকল ধরণের কনফিগার করতে পারে। তবে এমন কিছু কনফিগার রয়েছে যা Write ইউজারা করতে পারে না।Write User তৈরি করার নিয়ম
Write user তৈরি করার জন্য আমরা পূর্বের মত মাইক্রোটিক রাউরে Winbox দিয়ে লগিন করব। তারপর System থেকে যাব users এ। Users এ ক্লিক করলে আমাদের সমনে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে।এখান থেকে আমরা প্লাস “+” আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে আমরা Name এর জায়গার ইউজারের যে নাম দিতে চাই তা টাইপ করে দিব। এরপর Group: এর জায়গার আমরা write সিলেক্ট করে দিব এবং Password এর জায়গায় আমরা চাইলে Password দিয়ে দিতে পারি। এরপর Apply দিয়ে Ok করব। তাহলে আমাদের write user তৈরি হয়ে গেল।
Full User
মাইক্রোটিক রাউটারের Full user হল এমন একটি ইউজার যে মাইক্রোটিক রাউটারের সকল ধরনের কনফিগার করতে পারে এবং এই কনফিগার সমুহ পড়তেও পারে। তার কাছে মাইক্রোটিক রাউটার এর ফুল কন্টোল থাকে।কেন “Full” ইউজার তৈরি করব
মাইক্রোটিক রাউটারে read এবং wite ইউজার দিয়ে সকল ধরনের কনফিগার করা যায় না। মাইক্রোটিক রাউটারের যখন সকল ধরনের কনফিগারেশন এর প্রয়োজন হয় বা MikroTik রাউটার এর ফুল অ্যাকসেস এর প্রয়োজন হয় তখন আমরা Full User তৈরি করে থাকি। MikroTik রাউটারে ডিফল্ট ভাবে যে admin ইউজার থকে সেটিও একটি Full user।কেন “Full” ইউজার তৈরি করব
Full user তৈরি করার জন্য আমরা পূর্বের মত মাইক্রোটিক রাউরে Winbox দিয়ে লগিন করব। তারপর System থেকে যাব users এ। Users এ ক্লিক করলে আমাদের সমনে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে।এখান থেকে আমরা প্লাস “+” আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিচের চিত্রের মত একটি ইউন্ডো আসবে। এখান থেকে আমরা Name এর জায়গার ইউজারের যে নাম দিতে চাই তা টাইপ করে দিব। এরপর Group: এর জায়গার আমরা full সিলেক্ট করে দিব এবং Password এর জায়গায় আমরা চাইলে Password দিয়ে দিতে পারি। এরপর Apply দিয়ে Ok করব। তাহলে আমাদের full user তৈরি হয়ে গেল।
এভাবে আমরা খুব সহজেই মাইক্রোটিক রাউটারে ইউজার তৈরি করতে পারি। কিভাবে এই ইউজার তৈরি করতে হয় তা আপনারা নিচের ভিডিও এর সাহায্যে খূব সহজেই বুঝতে পারবেন।
No comments:
Post a Comment