Monday, April 22, 2019

মাইক্রোটিক কি? মাইক্রোটিক রাউটার সম্পর্কে বিস্তারিত জানুন

মাইক্রোটিক কি?

আমরা সচরাচর যে ভুলটি করে থাকি তা হলে মাইক্রোটিক বলতে মাইক্রোটিক রাউটারকে বুঝিয়ে থাকি। মাইক্রোটিক এবং মাইক্রোটিক রাউটার দুটি আলাদা একটি বিষয়। মাইক্রোটিক কোন রাউটার না একটি একটি কোম্পানির নাম। যারা সাধারণত নেটওয়ার্কিং প্রোডাক্ট তৈরি করে থাকে। এটি একটি লাটভিয়ান কোম্পানি যা লাটভিয়ার রিগা শহরে অবস্থিত। 1996 সাল থেকে এই কোম্পানি তাদের যাত্রা শুরু করে। মাইক্রোটিক কোম্পানি সবচেয়ে বেশি জনপ্রিয় পাওয়ার কারণ হল তাদের রাউটর এর কারণে। তাদের রাউটর গুলি দাম কম এবং খুব ভালমানের হওয়ার কারণে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

মাইক্রোটিক রাউটার

মাইক্রোটিক রাউটার হল মাইক্রোটিক কোম্পানি কৃতক তৈরিকৃত একটি রাউটার। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি রাউটার হল মাইক্রোটিক রাউটার. এটি এত জনপ্রিয় হওয়ার করন হল, এর উইজার ইন্টারফেস। এটি খুব সহজেই কনিফিগার এবং ম্যানেজমেন্ট করা যায়। মাইক্রোটিক রাউটর এর সাহায়্যে নেটওয়ার্ক এর ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্টেশন এর কাজ ও করা যায়।

মাইক্রোটিক রাউটার এর সাহায়্যে আমরা যে সকল কাজসমুহ করতে পারি
  • DHCP Server হিসেবে কনফিগার করা যায়। যেভাবে সাধারণ ব্রডব্যান্ড Router কাজ করে।
  • নেটওয়ার্ক এর সব গুলি IP এর Bandwidth Control করা যায়। এমনকি কোন IP ছাড়াই বিভিন্ন সার্ভিস এর Bandwidth control করা যায়। যেমনঃ Mail Bandwidth, Ping bandwidth, Voice Bandwidth ইত্যাদি।
  • Web proxy হিসেবে কনফিগার করা যায়। Web proxy দিয়ে বিভিন্ন ওয়েব সাইট ব্লক করা যায়।
  • একাধিক ISP এর ইন্টারনেট connection একসাথে ব্যাবহার করার জন্য Load Balance/Bandwidth Marge করা যায়।
  • একই ISP এর একাধিক সংযোগ এর মধ্যে Auto Redundancy করা যায় (একটি ডাউন হলে অন্যটি অটোমেটিক আপ)।
  • PPPOE Server হিসেবে Configure করা যায়। যার মাধ্যমে ব্রডব্যান্ড Dialer ইন্টারনেট সার্ভিস প্রদান করা সম্ভব।
  • PPPOE Client হিসেবে configure করা যায়। যার মাধ্যমে BTCL ও অন্যান্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ব্যাবহার করা সম্ভব।
  • নির্দিষ্ট কিছু মডেলের Mikrotik Router দিয়ে USB wimax modem, USB mobile modem এর ইন্টারনেট সার্ভিস পাওয়া সম্ভব।
  • VPN Server এবং VPN Client হিসেবে Configure করা যায়।
  • Advance firewall configure করা যায়।
বাজারে মাইক্রোটিক এর বিভিন্ন মডেলের রাউটিার রয়েছে। বর্তমানে তিন ধরণের মাইক্রোটিক রাউটার সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় যথ:-
  1. hEX Series
  2. RB Series
  3. CCR Series
hEX Series: আমরা প্রথমে যে মেডেলের রাউটার নিয়ে আলোচনা করব তা হল hEX Series. hEX Series এর রাউটর সমুহ সধারণত খুব অল্প পরিমানের ট্রাফিক নিয়ে কাজ করতে পারে। খূব ছোট নেটওয়ার্ক এর জন্য বা হোম ইউজারদের জন্য এই রাউটার সমুহ ব্যবহার করা হয়ে থাকে। এই রাউটার গুলির দামও সাধারণত খুব কম হয়ে থাকে। বিভিন্ন মডেলের hEX Series এর রাউটর রয়েছে, যথা- hEX lite, hEX, hEX PoE lite, hEX PoE ইত্যাদি।

RB Series: এরপর যে মডেলের রাউটর নিয়ে আমরা আলোচনা করব তা হল RB Series। RB Series এর রাউটর সমুহ সাধারণত ছোট-খাট অরগানাইজেন বা অফিস এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত মিড রেঞ্জ এর অফিস এর জন্য RB Series ব্যবহার করা হয়। বিভিন্ন মডেলের RB Series রাউটার বাজারে পাওয়া যায়, যথা- RB2011iL-IN, RB2011iL-RM, RB2011UiAS-RM, RB1100AHx4.

CCR Series: সাধারণত বেশি পরিমানের ট্রাফিক নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয় CCR Series এর রাউটার। CCR Series এর রাউটার সমুহ অনেক বেশি পারিমানের ট্রাফিক নিয়ে কাজ করতে পারে। বড় ধরনের অফিস এর জন্য এই ধরনের রাউটার ব্যবহার করা হয়। এই ধরনের রাউটার অনেক বেশি পারিমানের ট্রাফিক নিয়ে কাজ করতে পারে।

Router OS

প্রতিটি ডিভাইস পরিচালনার জন্য হার্ডওয়্যার এর পাশাপাশি প্রয়োজন হয় সফওয়্যার এর। ঠিক তেমনি মাইক্রোটিক রাউটার এর হার্ডওয়্যার এর জন্য প্রয়োজন হয় একটি OS বা অপারেটিং সিস্টেম এর। মাইক্রোটিক রাউটার OS হচ্ছে লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেম । মাইক্রোটিক রাউটার ওএস শুধুমাত্র x86 Architecture পাওয়া যায়। মাইক্রোটিক রাউটার OS এর একটি বড় ফিচার হল এই OS টি কোন পিসিতে ইন্সটল দিয়ে আমরা সেই পিসিকে সহজেই মাইক্রোটিক রাউটর এ পরিনত করতে পারি।

RouterBOARD

প্রতিটি ডিভাইস এর একটি সার্কিট বোর্ড থাকে। তেমটি মাইক্রোটিক রাউটারেরও একটি সার্কিট বোর্ড থাকে যাকে বলা হয় RouterBOARD। আমরা বাজার থেকে এই রাউটার বোর্ড সমুহ রেডি অবস্থার কিনতে পারি। একটি রাউটার বোর্ড এর ভিতর Router OS আগে থেকেই ইনস্টল করা থাকে। সেজন্য আমাদের আর নতুন করে কোন OS ইনস্টল করাতে হয় না।

Router OS License

মাইক্রোটিক এর যে Router OS রযেছে তার একটি License রয়েছে। আমরা চাইলেই মাইক্রোটিক Router OS ডাউনলোড দিয়ে ইচ্ছামত ব্যবহার করতে পারব না। মাইক্রোটিক রাউটারে সাধারণত 6 ক্যাটাগরির লাইসেন্স পাওয়া যায়। এই License Level গুলি হল।
  1. License Level 0 (Trial mode)
  2. License Level 1 (Free Demo)
  3. License Level 3 (WISP CPE)
  4. License Level 4 (WISP)
  5. License Level 5 (WISP)
  6. License Level 6 (Controller)
আমরা যখন x86 Architecture এর Router OS কোন ডিভাইসে এ ইনস্টল করে ব্যবহার করি তখন তার লাইসেন্স লেভেল থাকে License Level 0 (Trial mode)। এই মোডে আমরা মাইক্রোটিক রাউটারকে 24 ঘন্টা পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারব। এরপর আমরা আর এই রাউটারটিকে ব্যবহার করতে পারব না। এর পর যদি আমরা এটিকে ব্যবহার করতে চাই তাহলে তখন License Level 1 (Free Demo) বা অন্য কোন License Level নিতে হবে। আমরা কোন License Level টি ব্যবহার করব তা নির্ভর করবে আমারা কি কাজে সেটি ব্যবহার করছি তার উপর। নিচে মাইক্রোটিক এর License Level এর একটি গ্রফিক্যাল চিত্র দেখানো হল।



আমরা mikrotik.com এর ওযেব সাইটে একটি Account খুলে খব সহজেই License Level 1 (Free Demo) টি নিতে পারি। আমরা শুধু মাত্র তাদের সাইটে একটি অ্যাকাউন্ট খুললেই তারা আমাদের এই সুবিধাটি দিবে।

No comments:

Post a Comment