Monday, April 22, 2019

ভার্চুয়াল বক্সে, একটি নতুন ভার্চুয়াল মেশিন কিভাবে তৈরি করবেন

আমাদের আজকের বিষয় হচ্ছে, VirtualBox কিভাবে একটি নতুন মেশিন ক্রিয়েট করতে হয় । আমরা সাধারণ লার্নিং পারপাসের জন্য VirtualBox, VMware, HyperV এই সফটওয়্যার সমুহ ব্যবহার করে থাকি। যদিও VirtualBox, VMware, HyperV সফটওয়্যার সমুহ Virtualization টেকনোজলির জন্য ব্যবহার করা হয়।

VirtualBox এ একটি নতুন মেশিন ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের VirtualBox সফটওয়্যারটি ওপেন করতে হবে। যদি এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করা না থাকে সেক্ষেত্রে এই সফটওয়্যারটি আপনার কম্পিউটাররে ইন্সটল করে নিতে হবে। কিভাবে VirtualBox Install করতে হয় তা জানতে এখানে ক্লিক করুন.


আপনারা যখন VirtualBox সফটওয়্যারটি ওপেন করবেন তখন আপনারদের সামনে উপরের চিত্রের মত একটি উইন্ডো আসবে। এখনে New নামের একটি আইকন দেখতে পাবেন। এখান থেকে আমারা নতুন মেশিন ক্রিয়েট করতে পারব। এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভবে একটি নতুন মেশিন ক্রিয়েট করতে হয়।

Step 01: নতুন একটি মেশিন ক্রিয়েট করার জন্য আমরা New তে ক্লিক করি। যখন আমরা New তে ক্লিক করব তখন নিচের চিত্রের মত একটি উইন্ডো দেখতে পাব। এখানে আমরা একটি “Name” অপশন দেখতে পাচ্ছি। আমরা আমাদের মেশিনের যে নাম দিতে চাই সেটা এখানে টাইপ করে দিব।


আমরা যে অপারেটিং সিস্টেমটি ইন্সটল দেওয়ার জন্য মেশিন ক্রিয়েট করব এখানে সেই নাম দিব। তবে অন্য কোন নাম দিলেও কোন সমস্য হবে না। আমি এখানে (MikroTik-Client) নাম দিলাম।  এখানে একটি বিষয় হল, ডিফল্টভাবে এই মেশিনটি C Drive ইন্সটল হয়। যদি কারো C Drive এ যথেষ্ঠ জায়গা না থাকে তাহলে আমরা চাইলে এই লোকেশন চেঞ্জ করে দিতে পারি। তার জন্য Machine Folder থেকে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা Next এ ক্লিক করব।

Step 02: এর পর আমাদের সামনে Memory size নামের একটি উইন্ডো আসবে যা নিচের চিত্রের মত। এখান থেকে আমরা আমাদের মেশিনটির জন্য প্রয়োজনিয় পরিমান Memory size নির্ধারণ করে দিতে পারি। এই মেমোরি হচ্ছে RAM। তারপর আমরা Next এ ক্লিক করব।


Step 03: এরপর আমাদের সামনে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে সেখান থেকে আমরা মার্কিং করা মাঝের অপশনটি (Create a virtual hard disk now) এখানে ক্লিক করব। তারপর Next এ ক্লিক করব।

Step 04: Next এ ক্লিক করার পর আমাদের সামনে নিচের চিত্রের মত “Hard disk file type” নামের একটি উইন্ডো আসবে। আমরা যখন একটি মেশিন ক্রিয়েট করি তখন VirtualBox তার জন্য একটি ফাইল তৈরি করে। VirtualBox সাধারণত তিন ধরণের ফাইল তৈরি করে থাকে। আমরা কোন ধরনের ফাইল নিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি উপরের (VDI) ফাইল টাইপ সিলেক্ট করে দিলোম আপনি চাইলে অন্যটাও দিতে পারেন। তারপর আমরা Next এ ক্লিক করব।


Step 05: এখন আমরা যে উইন্ডোটি দেখতে পাব তাহল (Storage on physical hard disk) আমরা জানি প্রতিটি OS Install হওয়ার জন্য একটি সেকেন্ডারি স্টোরেজ প্রয়োজন হয়, যাকে আমারা সধারণ hard disk বলে থাকি। এই স্টোরেজটি আমরা কিভাবে বরাদ্দ বা নির্ধারন করে দিব তা সিলেক্ট করে দিতে হবে। এটা আমরা দুই ভাবে করে দিতে পারি Dynamically or Fixed size এটা আমরা Dynamically করে দিব। তারপর Next এ ক্লিক করব।


Step 06: এবার আমাদের সামেনে নিচের চিত্রের মত (File location & size) নামের একটি উইন্ডো আসবে। এখান থেকেও আমরা চাইলে লোকেশনটি চেঞ্জ করে দিতে পারি এবং স্টোরেজ এর পরিমান নির্ধরন করে দিতে পারি। আমরা চাইলে পরবর্তিতে এই সমস্থ সেটিং আবারও চেঞ্জে করে দিতে পারব। তার পর আমরা Create এ ক্লিক করব।


Step 08: আমরা যখন Create এ ক্লিক করব তখন আমাদের মেশিনটি ক্রিয়েট হবে। VirtualBox এ আমারা যে নামের মেশিন ক্রিয়েট করেছিলাম সেই মেশিনটি এখানে দেখতে পাব। আমি এখান যে মেশিনটি ক্রিয়েট করলাম তার নাম দিয়েছেলাম “MikroTik-Client” । আপনার নিচের চিত্রে দেখতে পাচ্ছেন এখানে “MikroTik-Client” নামের একটি মেশিন ক্রিয়েট হয়েছে।



 এভবেই VirtualBox এর ভিতরে একটি নতুন মেশিন ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে VirtualBox একটি নতুন মেশিন ক্রিয়েট করতে হয়।

No comments:

Post a Comment